Mitchell Marsh: ‘আবার করব’, গলায় কার্যত বেশ করেছির সুর! বিশ্বকাপ বিতর্কে মুখ খুললেন অজি

১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫-র পর ২০২৩। ষষ্ঠবারের জন্য় বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ২০ বছর আগের বদলা নিতে পারেনি ভারত। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত খেলেছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেবার ফাইনালে ভারত হেরেছিল ১২৫ রানে। রোহিতদের সামনে সুযোগ ছিল মধুর প্রতিশোধ নেওয়ার। তবে বদলায়নি ইতিহাস। আহমেদাবাদে অধরাই থাকে ‘বদলাপুর’। স্বপ্নভঙ্গ, আবার বছর ২০ পর, ফাইনালে ভারত হেরে যায় ছয় উইকেটে। বিশ্বসেরা হয় সেই অস্ট্রেলিয়া। প্রায় এক লক্ষ দর্শকের প্রবল শব্দব্রহ্ম মিলিয়ে গিয়েছিল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে! বিশ্বকাপ অস্ট্রেলিয়া জিতেছে ঠিকই, তবে মিচেল মার্শের (Mitchell Marsh) বিশ্বকাপের ট্রফি নিয়ে উদযাপন করার ধরনে সমালোচনার ঝড় উঠে গিয়েছে সমাজমাধ্য়মে। এবার অজি তারকা ট্রফি বিতর্কে মুখ খুললেন।

কাপ জেতার পর অজি অধিনায়ক প্য়াট কামিন্স তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন। সেখানে দেখা যায়, মার্শ মেঝেতে বিশ্বকাপ রেখে, তাঁর উপর দু’পা তুলে দিয়ে, সোফায় গা এলিয়ে বসে আছেন। তাঁর হাতে ধরা বিয়ারের বোতল। কাপের প্রতি তিনি চরম অসম্মান দেখিয়েছেন বলেই সমালোচনার ঝড় উঠে যায়। ওই ঘটনার দিন পনেরো পর মার্শ তাঁর বক্তব্য রাখলেন, তাঁর থেকে জানতে চাওয়া হয়েছিল যে, এই ঘটনা নিয়ে তাঁর কী প্রতিক্রিয়া, তিনি ভবিষ্যতে কি আবার এরকম কাণ্ড ঘটাবেন? মার্শ বলেন, ‘দেখুন ওই ফটোতে আদৌ কোনও অসম্মানের প্রসঙ্গ নেই। এই নিয়ে আমি খুব একটা ভাবিনি। সোশ্যাল মিডিয়াও খুব একটা দেখিনি। তবে আমাকে অনেকেই বলেছেন যে, বিশ্বকাপের ট্রফির উপর পা দিয়ে, ছবি তোলানোয় লোকজন নেতিবাচক কথা বলছেন। যদি আমার থেকে জানতে চান যে, ভবিষ্যতে আমি এরকম করব কিনা, তাহলে বলব সম্ভবত  আবার করব। এটাই সত্যি।’ফাইনালে ১৫ বলে ১৫ রান করে জসপ্রীত বুমরার হাতে ক্য়াচ তুলে দিয়ে ফিরে যান। তিনি দু’ওভার বলও করেছেন। কিন্তু কোনও উইকেট পাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.