আজ ধর্মতলার সভা থেকে তৃণমূল সরকারকে উৎখাত করে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২৬- এ বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে বলে, হুংকার দিলেন অমিত শাহ। আজ তৃণমূল সরকারকে উপড়ে ফেলার ডাক দিয়েছেন তিনি। একই সঙ্গে লোকসভা নির্বাচনেও পদ্ম শিবিরকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন।
ধর্মতলার সভায় মমতার উদ্দেশ্যে তিনি বলেন, “আপনি সোনার বাংলা, পরিবর্তন, মা- মাটি- মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু ক্ষমতায় আসার পর বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছেন। এক সময় যে বাংলা শিল্প সংস্কৃতিতে অগ্রণী ছিল সেই বাংলা আজ সবার পেছনে। মোদীজি গোটা দেশে যে উন্নয়নের কাজ করেছেন সেটাকে আপনি আটকে রেখেছেন।”
শাহ আহ্বান জানান, বাংলায় উন্নয়ন করতে হলে মোদিজীর অনুকূলে সরকার গড়তে হবে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, “২০২১ সালে এত সন্ত্রাস করেছেন তার পরেও ৭৭ আসন পেয়েছি আমরা। ০ থেকে ৭৭- এ উঠে এসেছি। আর আজকের সভা দেখে আমি নিশ্চিত, ২০২৬-এ বাংলায় দুই তৃতীয়াংশর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি।
এদিন লোকসভার জন্য টার্গেট সেট করে দিয়েছেন শাহ। এর আগে বীরভূমের সভা থেকে রাজ্যের ৩৫টি লোকসভা আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন সংখ্যার উল্লেখ না করলেও তিনি বলেন, “২০২৪- এ বাংলা থেকে এত আসন আপনারা মোদীজিকে দিন যাতে উনি বলতে বাধ্য হন আমি বাংলার জন্য প্রধানমন্ত্রী হতে পেরেছি।”
অন্যদিকে, বিজেপি কর্মীদের মৃত্যুর প্রতিবাদ করতে শোনা গেছে তাঁকে। তিনি বলেছেন, বিজেপির প্রত্যেক কর্মী আমাদের ভাইয়ের মতো। বাংলার প্রত্যেক ভাইয়ের মৃত্যুর বদলা নেওয়া হবে ভোট দিয়ে। কিভাবে বদলা নেওয়া যায় সেটা ২০২৬ সালে বাংলার মানুষ দেখিয়ে দেবে।