বাংলাদেশের কোনও ক্রিকেটারকে ধরে রাখেনি আইপিএলের ফ্র্যাঞ্চাইজ়িগুলি। কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে শাকিব আল হাসান এবং লিটন দাসকে। দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিয়েছে মুস্তাফিজুর রহমানকে। আইপিএল ফ্র্যাঞ্চাইজ়িগুলি আগ্রহ না দেখালেও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ভাল দর পেতে পারেন শাকিবেরা।
আগামী ১৪ ডিসেম্বর পিএসএলের নিলাম হতে পারে। শাকিব-সহ বাংলাদেশের কয়েক জন ক্রিকেটার পিএসএলের নিলামের ড্রাফটে নাম নথিভুক্ত করিয়েছেন। ড্রাফের ছ’টি বিভাগে মোট ৪৯৩ জন বিদেশি ক্রিকেটারের নাম রয়েছে। তাঁদের মধ্যে বাংলাদেশের ক্রিকেটারের সংখ্যা ২৮।
সব থেকে দামি প্ল্যাটিনাম বিভাগে রয়েছেন এক মাত্র শাকিব। পিএসএলের কোনও ফ্র্যাঞ্চাইজ়ি বাংলাদেশের অধিনায়ককে দলে নিতে চাইলে তাদের খরচ করতে হবে কমপক্ষে ১ লাখ ৩০ হাজার ডলার ( ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৮ লাখ টাকা)। এর পরের ডায়মন্ড বিভাগে রয়েছেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ। তাঁদের নিতে হলে দলগুলিকে কমপক্ষে খরচ করতে হবে ৬০ হাজার ডলার বা প্রায় ৫০ লাখ টাকা। এ ছাড়া আরও চারটি বিভাগে রয়েছেন বাংলাদেশের আরও ২২ জন ক্রিকেটার।
পিএসএলে অবশ্য শাকিব নতুন নন। আগেও তিন বার এই প্রতিযোগিতায় খেলেছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার। আইপিএলে খেলা অনিশ্চিত হয়ে যাওয়ায় বাংলাদেশের ক্রিকেটারদের একাংশ পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজ়ি লিগের দিকে তাকিয়ে রয়েছেন। ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চের মধ্যে হতে পারে আগামী পিএসএল।