বিজেপিতে যোগদান করতে চেয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে চিঠি লিখলেন রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায় (Debashree Roy)। সূত্রের খবর, চিঠিতে অভিনেত্রী লিখেছেন, তিনি বিজেপিতে যোগদান করলে তাঁর নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হতে পারে। তাই তাঁকে নিরাপত্তা দেওয়া হলে বিজেপিতে যোগদানে তাঁর আপত্তি নেই।
সপ্তাহ দুয়েক আগে চিঠিটি লেখা হয় বলে সূত্রের খবর। চিঠিতে তৃণমূল (TMC) বিধায়ক বিজেপি যোগদানের আর্জি জানিয়েছেন অমিত শাহকে (Amit Shah)। যদিও বিজেপি (BJP) সভাপতিকে চিঠি দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন দেবশ্রী। গেরুয়া শিবিরের রাজ্য নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে, তাঁরাও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
চলতি বছর ১৪ আগস্ট কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Boishakhi Banerjee) বিজেপিতে যোগদান করেন।
নাটকীয় ভাবে সেদিন দিল্লিতে বিজেপির দপ্তরে হাজির হয়েছিলেন রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়। কিন্তু শেষ পর্যন্ত শোভন চট্টোপাধ্যায়ের (Shovan chatterji) আপত্তিতেই সেদিন আর গেরুয়া শিবিরে যোগ দিতে তে পারেননি দেবশ্রী। এই সময় দলের সঙ্গে তাঁর থেকে দূরত্ব বাড়িয়ে নেন তিনি। এরপর নিজে থেকেই এই অভিনেত্রী বিধায়ক যোগাযোগ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) সঙ্গে। হাজির হয়ে যান দিলীপ ঘোষের সল্টলেকের বাড়িতেও। কিন্তু, সেদিন বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে তাঁর দেখা হয়নি।
সূত্রের খবর, এরপর রাজ্য বিজেপির পক্ষ থেকে দেবশ্রী রায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। সূত্রের খবর, দেবশ্রীকে দলে নিতে বিজেপির আপত্তি ছিল না। মূলত শোভন-বৈশাখী আপত্তিতেই তাকে এতদিন নেওয়া যাচ্ছিল না। বিজেপিতে যোগদানের পরেও কোনও কর্মসূচিতেই সেভাবে দেখা যায়নি তাদের। সম্প্রতি আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীঘাটের বাড়িতে গিয়ে শোভন-বৈশাখী ভাইফোঁটা নেওয়ায় সিদ্ধান্ত বদল করে রাজ্য বিজেপি নেতৃত্ব। তাই এবার শোভন-বৈশাখীকে উপেক্ষা করেই দেবশ্রীকে দলে নেওয়ার জন্য সবুজ সংকেত দিয়েছে বিজেপি। এমন সম্ভাবনার কথা যে নেই অভিনেত্রী দেবশ্রী রায় উদ্যোগী হয়ে বিজেপি সভাপতি অমিত শাহকে চিঠি লেখেন।