ফের প্রকাশ্যে রাজ্য-রাজ্যপাল সংঘাত। এবার টুইট করে মুখ্যমন্ত্রীর কটাক্ষের জবাব দিলেন রাজ্যপাল।
প্রসঙ্গত, গতকাল নেতাজি ইন্ডোরে অধ্যাপকদের জন্য ইউজিসি’র নয়া পে স্কেল ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই শিক্ষক সমিতিগুলির উদ্দেশে বলেন, সমস্যা হলে আমাদের কাছে আসুন, অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। এই ‘অন্য কোথাও’ যে রাজ্যপাল জগদীপ ধনখড়কেই কটাক্ষ করে বলা, তা মনে করছে শিক্ষা মহল। আজ মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের জবাব দিলেন রাজ্যপাল, তবে টুইট করে।
একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন উল্লেখ করে জগদীপ ধনখড় বলেন, রাজ্যপাল এবং চ্যান্সেলর হিসাবে যে পদক্ষেপ করা হয়েছে, তা সংবিধান এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই। ওনার ‘বিটুইন দ্য লাইনের’ অর্থ বোঝা উচিত।
উল্লেখ্য, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনগুলি বেতন বাড়ানোর দাবি তুলেছিল আগেই, যা সমর্থন করেন রাজ্যপাল। একটি সূত্রে খবর, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি জুটার সম্পাদককে ফোনও করেন। অভিযোগ পেয়ে মুখোমুখি আলোচনায় সম্মত হন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল।
সব মিলিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত অব্যাহত। যা শুরু হয়েছিল নয়া রাজ্যপাল হিসাবে জগদীপ ধনখড় নিযুক্ত হওয়ার পর থেকেই। মমতার মন্ত্রীদের অভিযোগ রাজ্যপাল ‘অতি সক্রিয়’। অন্যদিকে রাজ্যপাল পদে পদে বুঝিয়ে দিচ্ছেন, তিনি কর্তব্যে অবিচল, প্রয়োজনে সক্রিয়ও হবেন।