বাঁকুড়া রেলওয়ে গুডস্ সেডে কর্মরত এফসিআই-এর মুটিয়া শ্রমিকদের মজুরি ১৬.৫৫ শতাংশ হারে বাড়ল

 আজ এক দ্বিপাক্ষিক বৈঠকে বাঁকুড়া গুডস সেডে এফসিআই-এর মাল ওঠা নামানোর কাজে যুক্ত মুটিয়া শ্রমিকদের মজুরি বাড়লো।

১২৯ জন নিয়মিত মুটিয়া শ্রমিক ছাড়াও অনিয়মিত কাজে যুক্ত আরও আড়াই শতাধিক শ্রমিক অর্থাৎ মোট চার শতাধিক মুটিয়া শ্রমিক এফসিআই-এর লোডিং আনলোডিং কাজে দিনরাত যুক্ত। আজ বাঁকুড়া স্টেশন এলাকায় শ্রমিক ইউনিয়নগুলির সাথে এফসিআই-এর ক্যারিয়িং এন্ড ফরওয়ার্ডি(CNF) এজেন্টের এক দ্বিপাক্ষিক সভায় তাঁদের মজুরি বাড়লো ১৬.৫৫ শতাংশ হারে। এর ফলে গম বা চালের একটি বস্তা ওয়াগণ থেকে প্ল্যাটফর্মে নামিয়ে তা লরিতে তুলে দিলে শ্রমিকরা পাবেন ৮ টাকা ৮০ পয়সা, যা ছিল ৭টাকা ৫৫ পয়সা। এই চুক্তির ফলে শ্রমিকদের বস্তা পিছু মজুরি বাড়লো ১টাকা ২৫ পয়সা। বোনাস এবং ইপিএফ’এ মালিক পক্ষের দেও পরিমাণ বাড়লো ১৫% হারে। রাতে কোনো কারণে কোনো শ্রমিককে কাজ করতে হলে অতিরিক্ত পেতেন ১০০টাকা তা বেড়ে হলো ১২৫ টাকা।

এই আলোচনায় শ্রমিক ইউনিয়নগুলির পক্ষে প্রতীপ মুখার্জি, কিঙ্কর পোশাক, তপন দাস, সাদের আলি মন্ডল(সিআইটিইউ), শ্যাম দত্ত(আইএনটিটিইউসি) প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.