মঙ্গলবার মেচদা ইসকন মন্দিরে গোমাতার পুজো দেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। পাশাপাশি গোবর্ধনধারীর কাছে আরতী করেন মালা পরান তিনি। ইসকন মন্দিরের পক্ষ থেকে শুভেন্দুবাবুকে তিলক পরিয়ে বরণ করে নেওয়া হয়। এই মন্দিরের পৃষ্ঠপোষক তিনি নিজেই। ভক্তদের মাঝে করতাল হাতে সংকীর্তন করতে দেখা যায় বিজেপি নেতাকে।
প্রতি বছর বিভিন্ন উৎসবে মেচেদা ইসকন মন্দিরে আসেন বিরোধী দলনেতা। এখানে এসে পুজো দেওয়ার পাশাপাশি ভক্তদের সঙ্গে গলা মেলাতেও দেখা যায় শুভেন্দুকে। এবারেও তার ব্যতিক্রম হয়নি।
শুভেন্দুবাবু সাংবাদিকদের বলেন, “প্রত্যেকবার বিভিন্ন সময়ে এই মন্দিরে আমি আসি। দোল পূর্ণিমায় আসি, রথের সময় আসি, জগন্নাথ দেবের পুজোর সময় আসি। এবারও এসেছিলাম। গোমাতার পুজো করেছি, গোবর্ধনের আরাধনা করেছি।”
শুভেন্দুবাবু বলেন, “বাংলায় সনাতন ধর্মকে ধরে রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। এই রাজ্যে গোমাতার গোশালা নেই। যাঁরা তৈরি করতে আগ্রহী, তাঁরা আমার সঙ্গে যোগাযোগ করুন। বাংলার সনাতনী ধর্মকে হারিয়ে দিতে দেওয়া যাবে না। একজোট হয়ে তার মোকাবিলা করতে হবে।”