জলপাইগুড়ি: কর্মীদের নিরাপত্তার নিশ্চয়তা না মিললে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন ক্ষুব্ধ বনকর্মীরা। মঙ্গলবার জলপাইগুড়ির অরণ্য ভবনে গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও নিশা গোস্বামীর কাছে এ বিষয়ে স্মারকলিপি প্রদানকালে পরিস্থিতি স্বাভাবিক করতে পাঁচ দিনের সময়সীমা বেঁধে দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ফরেস্ট উইংসের সদস্যরা।
সংগঠনের সভাপতি প্রবীর ভট্টাচার্য অভিযোগ করেন, পর্যাপ্ত কর্মী না থাকায় বন রক্ষার মূল দায়িত্বে থাকা স্কোয়াডগুলির অবস্থা শোচনীয়। কর্মীরা ছুটি পর্যন্ত পাচ্ছেন না। মানুষ এবং বন্য প্রাণীর সংঘাত আটকাতে স্কোয়াডের কর্মীরা দিনরাত এক করে পরিশ্রম করার পরেও গ্রামবাসীদের মারের হাত থেকে বাঁচতে পারছেন না বলে অভিযোগ করেন প্রবীর বাবু।
তিনি জানান, সাধারণ বনকর্মীদের আবাসন পর্যন্ত ভাঙচুর করা হচ্ছে। এই পরিস্থিতিতে বনকর্মীদের পক্ষে আর কাজ করা সম্ভব নয় বলে আধিকারিকদের সাফ জানিয়ে দিয়েছেন ফরেস্ট উইংসের সদস্যরা। বনকর্মীদের উপর আক্রমণ এখন দৈনন্দিন ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ফরেস্ট উইংসের সদস্যদের। কর্মী নিয়োগ এবং পরিকাঠামোর উন্নতি না হলে কাজ বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা ।
কর্মী ইউনিয়নের অভিযোগগুলির নিষ্পত্তি করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে আশ্বাস দেন গরু মারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও নিশা গোস্বামী।