‘জন্মদিনে শতরানের মালা নিজেকেই উপহার’, বাস্তবের সাদা-কালো ছবিতে লাল ‘হার্ট’ আঁকলেন অনুষ্কা

৫ নভেম্বর। ইডেন গার্ডেন্স, কলকাতা। ৩৫তম জন্মদিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট হাতে নেমেছিলেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। জন্মদিন উপলক্ষে সকাল থেকেই শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছিল সমাজমাধ্যমের পাতা। তবে জন্মদিনের সেরা উপহারটা মাঠে নেমে নিজেই নিজেকে দিলেন বিরাট। শতরান করলেন ১১৯ বলে। এক দিনের ক্রিকেটে ৪৯তম শতরান করে ছুঁলেন সচিন তেন্ডুলকরের নজির। এমন বেনজির ইনিংসের পর সাধারণত সবার প্রথমে গ্যালারির দিকে নজর যায় বিরাটের। তবে আজ তা হয়নি। কানায় কানায় ভর্তি ইডেনের গ্যালারিতে আজ নেই অনুষ্কা। তবে শতরানের পরে বিরাটকে শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিনেত্রী। সমাজমাধ্যমের পাতাই তার প্রমাণ। সেখানেই এল শুভেচ্ছাবার্তা। বিরাটের শতরান করার মুহূর্তের ছবি দিয়ে অনুষ্কা লিখলেন, ‘‘নিজের জন্মদিনে নিজেকে নিজের উপহার!’’

অনুষ্কা শর্মার ইনস্টাগ্রাম স্টোরি।

চলতি বছরে পুরুষদের বিশ্বকাপে একাধিক বার শতরানের কাছাকাছি গিয়েও সেই মাইলফলক ছুঁতে পারেননি বিরাট। বাংলাদেশের বিরুদ্ধে তাঁর শতরান দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। পাশাপাশি, সচিনের নজির স্পর্শ করার হাতছানি তো ছিলই। কলকাতার বুকেই সেই মাইলফলক স্পর্শ করলেন বিরাট। সেই বেনজির মুহূর্তে সাক্ষী হয়ে রইল ৬৭ হাজারের গ্যালারি। সবার হাতের মোবাইল ফোনের আলোয় তখন উজ্জ্বল ইডেন। ১১৯তম বলে ১০০ স্পর্শ করতেই তাঁকে বিরাট অভিবাদন জানালেন কলকাতা ক্রিকেটপ্রেমীরা।

ইডেনের সেই ভিড়ে অনুষ্কা উপস্থিত না থাকলেও বিরাটের ইনিংস মিস্ করেননি অভিনেত্রী। তার ঝলক দেখা গেল সমাজমাধ্যমে পাতাতেই। রবিবার সকালেই স্বামীর জন্মদিন উপলক্ষে একটি পোস্ট করেছিলেন অনুষ্কা। সেখানে অভিনেত্রী লেখেন, ‘‘তিনি তাঁর জীবনের প্রতিটি ভূমিকা আক্ষরিক অর্থেই ব্যতিক্রমী। তার পরেও, কোনও না কোনও ভাবে নিজের টুপিতে নতুন নতুন পালক যোগ করে চলেছেন তিনি।’’ অনুষ্কার লেখা সেই কথাই সত্যি হল শেষমেশ। অভিনেত্রী পোস্টের কয়েক ঘণ্টা পরেই আরও এক পালক যুক্ত হল বিরাটের টুপিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.