মেদিনীপুর স্টেশনের প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে
পড়েছিলেন এক অসুস্থ বৃদ্ধা। পায়ের ক্ষত থেকে শুরু হয়েছিল পচন। দুর্গন্ধ ছড়াচ্ছিল শরীর থেকে। অবশেষে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে এবং রেল পুলিশের সহযোগিতায় ওই অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হল মেদিনীপুর হাসপাতালে।
শুক্রবার দুপুর নাগাদ মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খানের নেতৃত্বে পৌর কর্মীদের একটি দল পৌঁছে যায় মেদিনীপুর স্টেশনে। তিন নম্বর প্ল্যাটফর্মে পড়ে থাকা ওই বৃদ্ধাকে খাবার ও জল খাইয়ে, নতুন পোশাক পরিয়ে পৌরসভার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে।