ডাকাত রানী ভয়ে কাঁপছে, কালীঘাটে এখন ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা হয়েছে বলে এদিন মন্তব্য করেন বিজেপি নেতা ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ কোতুলপুরে পদযাত্রা শেষে এই মন্তব্য করে বিরোধী দলনেতা বলেন, কালী ঠাকুরের অভিশাপ পড়েছে, ধ্বংস হতে আর বেশি দেরি নেই। তিনি হিন্দি সিনেমার ডায়লগ অনুকরণ করে বলেন, “এ ডর বহুৎ আচ্ছা লাগতা হ্যায়।”
আজ কোতুলপুরে শুভেন্দুর সভা করার কথা ছিল, কিন্তু প্রশাসনিক অনুমতি না মেলায় এদিন সভা না করে পদযাত্রা করেই ফিরতে হয় তাকে। কিন্তু পদযাত্রায় জনসমাগম নিরাশ করেনি। এদিনের পদযাত্রায় সামিল হন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ও ওন্দার বিধায়ক অমরনাথ শাখা। সম্প্রতি কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার তৃণমূলে যোগ দেওয়ায় এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ও তো দলবদলই করেনি, আগে থেকেই তৃণমূলের সঙ্গে ওর সেটিং ছিল, ওর বউ বাঁকুড়া মেডিক্যালে নার্সের চাকরি করে, বদলি আটকাতে ও সেটিং রয়েছে।
এদিন সভা করার অনুমতি না মেলায় তিনি ক্ষোভের সাথেই বলেন, ১৭তারিখে ফের এখানে আসবো। জনসমাগম দেখিয়ে দেব, ৬ তারিখে বিষ্ণুপুরে মিটিং করবো বলে তিনি তার আগাম কর্মসূচি ঘোষণা করেন। সেই সাথেই তিনি চাকুরি প্রার্থী সহ বিভিন্ন প্রকল্পে বঞ্চিতদের বলেন, ২৯ তারিখে সবাই কলকাতা আসুন, সেখানে সমাবেশ হবে বঞ্চিতদের।
এদিন তিনি তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, সিপিএম যখন মধ্যগগনে তখন সুশান্ত ঘোষকে হারিয়েছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন মধ্যগগনে তাকেও হারিয়েছি, আবার হারাবো। ভাইপোর বিরুদ্ধেও কাউকে ডায়মন্ড হারবারে দাঁড় করিয়ে হারাবো বলেও তিনি দৃঢ়তার সঙ্গে জানান।