EC: নির্বাচন কমিশন তুলে নিল হাত, বড় স্বস্তি I.N.D.I.A জোটের!

বছর ঘুরলেই লোকসভা ভোট। ‘রাজনৈতিক জোটকে আদালত নিয়ন্ত্রণ করতে পারে না’, দিল্লি হাইকোর্টে হলফনামা দিয়ে জানাল জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের মতে, ‘রাজনৈতিক জোট জনপ্রতিনিধিত্ব আইন বা ভারতীয় সংবিধান দ্বারা নিয়ন্ত্রিত কোনও সত্তা(Entity) নয়’।

নজরে ২০২৪। কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে জোট বেঁধেছে বিরোধীরা। ২৬ দলের সেই জোটের নাম ‘India National Developmental Incusive Alliances’। সংক্ষেপে, I.N.D.I.A।

এদিকে বিরোধী জোটের নাম নিয়ে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন গিরিশ ভরদ্বাজ নামে এক সমাজকর্মী। তাঁর দাবি, ‘লোকসভা ভোটে দেশের নাম ব্যবহার করে বাড়তি সুবিধা নিতে চাইছে বিরোধী দলগুলি’। কেন্দ্রীয় সরকার, জাতীয় নির্বাচন ও জোটের ২৬ দলকে হলফনামার দেওয়ার নির্দেশ দেয় দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মা ও বিচারপতি সঞ্জীব নারুলার ডিভিশন বেঞ্চ। 

কমিশনের হলফনামায় উল্লেখ, ‘জনপ্রতিনিধিত্ব আইনের ২৯এ ধারায় জোট বা একক রাজনৈতিক দলকে অনুমোদন দেওয়া হয়। রাজনৈতিক জোট জনপ্রতিনিধিত্ব আইন বা ভারতীয় সংবিধান দ্বারা নিয়ন্ত্রিত কোনও সত্তা(Entity) নয়’।

এর আগে, বিরোধী জোটে ‘ইন্ডিয়া’ শব্দের বিরোধিতায় মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই আবেদন খারিজ করে দিয়েছিল শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জয় কিষাণ কলের পর্যবেক্ষণ ছিল, ‘রাজনীতিতে নৈতিকতার বিষয়টি আদালত নির্ধারণ করে দিতে পারে না’। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.