বাকিবুর রহমানকে চুরি করতে শিখিয়েছে বামফ্রন্ট সরকার। সোমবার দলের রাজ্য সদর দপ্তরে সাংবাদিক বৈঠকে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, নিজেদের কীর্তি প্রকাশ্যে চলে আসবে বুঝতে পেরেই রেশন দুর্নীতির প্রতিবাদে আগেভাগে পথে নেমে পড়েছে সিপিএম।
সুকান্ত মজুমদার বলেন, “সিপিএম বুঝতে পেরে গেছে যে বাকিবুরের মামলা যত খোঁড়া হবে তত তাদের নাম উঠে আসবে। সেই জন্যই তারা সবার আগে মিছিল করতে নেমে পড়েছে। লক্ষ্মী পুজোর দিনও মিছিল করেছে। এটা আসলে ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি।”
তাঁর দাবি, সিপিএম সরকারের সময় কোটা বাধা ছিল। তাতে খাদ্য দপ্তর ছিল ফরওয়ার্ড ব্লকের হাতে। বাকিবুর রহমানকে চুরি করতে শিখিয়েছিল ওই সময়ের খাদ্যমন্ত্রী। সুকান্তবাবু বলেন, “আমরা হিসেব করে দেখতে পাচ্ছি বাকিবুরের দুটো মিল ৫০ হাজার মেট্রিক টন আটার বরাত পেয়েছে। ইডি চার্জশিটে বলেছে এর ২৫ থেকে ৪০ শতাংশ কাটমানি যেত। মানে খোলা বাজারে বিক্রি করে দেওয়া হত। আটার কুইন্টাল ১৩০০ টাকা। তাহলে কত হাজার কোটি টাকার দুর্নীতি এই দশ বছরে হয়েছে?”
সুকান্তর দাবি, এই দুর্নীতি শিক্ষা দুর্নীতি থেকেও বিরাট। জেলায় জেলায় বেশ কিছু চাল কল মালিক আছে যারা এর সাথে যুক্ত।” তিনি জানান, জ্যোতিপ্রিয়বাবুর একজন লোক শিলিগুড়িতে থাকেন, তার বাড়ি বারাসতে। সে উত্তরবঙ্গে মাল তুলে এখানে পাঠাতো। এই টাকাতেই মন্ত্রী ও তার পরিবারের সদস্যদের সম্পত্তি বেড়েছে।