Eastern Railway: আপনি ইডেনে খেলা দেখুন নিশ্চিন্তে, থাকবে রাতে ফেরার জোড়া লোকাল ট্রেন!

লক্ষ্মী পুজোর (Laxmi Puja 2023) পুণ্যলগ্নে, ক্রিকেটের স্বর্গোদ্যান ইডেন গার্ডেন্সে (Eden Gardens) শুভ সূচনা হয়েছিল চলতি বিশ্বকাপের (ICC Men’s Cricket World Cup -2023)। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ফের ইডেনে কাপযুদ্ধের ম্য়াচ। মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান (Bangladesh vs Pakistan, Cricket World Cup 2023)। লক্ষ্মী পুজোয় সাকিব আল হাসানরা  (Shakib Al Hasan) খেলেছিলেন নেদারল্যান্ডসের বিরুদ্ধে ((Netherlands vs Bangladesh Highlights, World Cup 2023)। এবার পদ্মাপাড়ের দেশের লড়াই বাবর আজমের (Babar Azam) ওয়াঘার ওপারের দেশের বিরুদ্ধে। 

https://platform.twitter.com/embed/Tweet.html?creatorScreenName=zee24ghanta&dnt=false&embedId=twitter-widget-1&features=eyJ0ZndfdGltZWxpbmVfbGlzdCI6eyJidWNrZXQiOltdLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2ZvbGxvd2VyX2NvdW50X3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9iYWNrZW5kIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19yZWZzcmNfc2Vzc2lvbiI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZm9zbnJfc29mdF9pbnRlcnZlbnRpb25zX2VuYWJsZWQiOnsiYnVja2V0Ijoib24iLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X21peGVkX21lZGlhXzE1ODk3Ijp7ImJ1Y2tldCI6InRyZWF0bWVudCIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZXhwZXJpbWVudHNfY29va2llX2V4cGlyYXRpb24iOnsiYnVja2V0IjoxMjA5NjAwLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3Nob3dfYmlyZHdhdGNoX3Bpdm90c19lbmFibGVkIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19kdXBsaWNhdGVfc2NyaWJlc190b19zZXR0aW5ncyI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdXNlX3Byb2ZpbGVfaW1hZ2Vfc2hhcGVfZW5hYmxlZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdmlkZW9faGxzX2R5bmFtaWNfbWFuaWZlc3RzXzE1MDgyIjp7ImJ1Y2tldCI6InRydWVfYml0cmF0ZSIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfbGVnYWN5X3RpbWVsaW5lX3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9mcm9udGVuZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9fQ%3D%3D&frame=false&hideCard=false&hideThread=false&id=1718991935975702566&lang=en&origin=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fsports%2Feastern-railway-will-run-special-local-train-for-bangladesh-vs-pakistan-cricket-world-cup-2023_493339.html&sessionId=a520d10e272b10095a032db3ed8e37930f258834&siteScreenName=zee24ghanta&theme=light&widgetsVersion=01917f4d1d4cb%3A1696883169554&width=550px

বাংলাদেশ ও পাকিস্তান, দুই দলই বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গিয়েছে। তবে এই ম্য়াচ ঘিরেও কিন্তু রীতিমতো উত্তেজনা রয়েছে। বলে দেওয়া যেতে পারে যে, ইডেনে একটি আসনও ফাঁকা থাকবে না। বিশ্বকাপের ম্য়াচ বলে কথা। বাংলাদেশে থেকেও বহু মানুষ কলকাতায় এসেছেন প্রিয় দলের খেলা দেখতে। জেলার ক্রিকেট অনুরাগীদের কাছে একটাই প্রশ্ন যে, ইডেনে ম্য়াচ শেষ হতে হতে তো রাত হয়ে যাবে। তখন তাহলে তাঁরা বাড়ি ফিরবেন কী করে? আপনি ইডেনে খেলা দেখুন নিশ্চিন্তে, থাকবে রাতে বাড়ি ফেরার লোকাল ট্রেন। বিবৃতি দিয়ে বিশেষ ট্রেনের ঘোষণা করে দিল পূর্ব রেলওয়েজের শিয়ালহদ শাখা।

জেনে নিন কখন কোথা থেকে ধরতে পারবেন ট্রেন: প্রিন্সেপ ঘাট থেকে বারাসত ও বিবাদী বাগ থেকে বারুইপুর পর্যন্ত বিশেষ ট্রেন চলবে। প্রিন্সেপ ঘাট থেকে রাত ১০টা ৫৫ মিনিটে ট্রেন ছাড়বে। বারাসতে পৌঁছে দেবে রাত ১২টা ১০ মিনিটে। অন্য ট্রেনটি বিবাদী বাগ থেকে ১০টা ৪৫ মিনিটে ছেড়ে বারুইপুরে রাত ১০টা ৫০ মিনিটে পৌঁছে দেবে। যাত্রীদের কথা ভেবে প্রতিটি স্টেশনেই থামবে ট্রেন। ফ্ল্যাগ এবং হল্ট স্টেশনেও দাঁড়াবে ট্রেনগুলি। এছাড়াও আরও একটি ট্রেনের সময় বদল হচ্ছে। তারকেশ্বর লোকাল হাওড়া থেকে ১১টা ০৫ মিনিটের বদলে ছাড়বে ১১টা ১৫ মিনিটে।
 
নেদারল্যান্ডস ম্য়াচের পর সাকিব বলেছিলেন যে, তাঁর টিম এতটাও খারাপ নয় যতটা খারাপ খেলেছে এই বিশ্বকাপে। তিনি বলেন, ‘দেখুন এই হার মেনে নেওয়া কঠিন, হজম করা খুবই কঠিন। তবে আমি বলব, ক্রিকেটে এরকম হতেই পারে। ডাচদের কৃতিত্ব দিতেই হবে। তারা শৃঙ্খলাবদ্ধ বোলিং করেছে এবং আমরা বাজে খেলেছি। বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ বাদ দিলে, আমরা সত্যিই খুব আন্ডার পারফর্ম করেছি। তবে আমি অন্তত এটা বিশ্বাস করি যে, আমরা এতটাও খারাপ দল নই, যেভাবে আমরা পারফর্ম করেছি। হতে পারে সেটা বিশ্বকাপের আবহের জন্য়। সবার ওপর প্রত্যাশার চাপ থাকে। কারণগুলি খুঁজে বার করতে হবে আমাদের।’ সাকিব কাউকে দোষ দিতে রাজি নন। তিনি বলেন, এই পারফরম্যান্সের জন্য কাউকে দোষ দেওয়া ঠিক নয়। আমরা যে ১৫ জন এসেছি, আমরা এর চেয়ে ভালো দল। আমি বিশ্বাস করি। এটা ঠিক যে, সেভাবে আমরা কিছুই করতে পারিনি এবার। অনেক হতাশাজনক আমাদের পারফরম্যান্স। আমি নিশ্চিত যে, আমার এই কথা গোটা ড্রেসিংরুমের সবাই স্বীকার করবে যে, আমরা যা করতে পারি, তার কিছুই করতে পারিনি এবার।’

হাফ ডজন ম্যাচে, মাত্র দু’টি জয় পাকিস্তানের। চার পয়েন্ট নিয়ে টেবলে ছয় নম্বরে তারা। অন্যদিকে ছয় ম্যাচের মাত্র একটিতেই জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। তাদের পকেটে দুই পয়েন্ট। মঙ্গলবার দুই দলই ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.