শনিবার লক্ষীপুজো করলেন প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ। নাকতলায় নিজের বাড়িতে তিনি পুজো করলেন এবং আরতি করে চাইলেন মায়ের কাছে রাজ্যবাসীর জন্য সুখ সমৃদ্ধি।
একসময় তিনি ছিলেন পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের পুলিশ সুপার। নিজে হাতেই একদিকে যেমন দুষ্টের দমন করতেন তেমনি দুঃস্থ মানুষদের সাহায্য করে গেছেন। একাই জঙ্গলমহল উৎসবের আয়োজন করতেন পাঁচটি জেলা নিয়ে। তার কাঁধেই ভরসা রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কিন্তু তারপরেই বিচ্ছেদ হয়ে যায়। তিনি কিছুদিন নিজেকে সরিয়ে রাখার পর যোগদান করেন বিজেপিতে। পুলিশ সুপার থাকাকালীন তিনি পশ্চিম মেদিনীপুর জেলার শান্তির জন্য শনি মন্দিরে গিয়ে শনি পুজো করতেন গভীর রাতে এবং মানুষের সুখ, সমৃদ্ধি ও শান্তির জন্য কামনা করতেন। এখন তিনি বিজেপি নেত্রী। এবার তিনি শুধু জেলার নয়, রাজ্যবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধির কামনা করলেন নিজ বাড়িতে।
মূলত কলকাতার নাকতলার ভারতী ঘোষের নিজের বাড়িতে আয়োজন ছিল এই লক্ষ্মীপূজোর। পুরোহিত ডেকে সাড়ম্বরে এই পুজো করলেন ভারতীদেবী।নিমন্ত্রিত ছিলেন অনেক অতিথিও। নিজের হাতে সকাল থেকে ভোগ বানিয়েছেন তিনি। মায়ের কাছে ভারতী ঘোষ প্রার্থনা করেন যাতে করে পশ্চিমবাংলার মানুষ বর্তমানে যে বঞ্চনার শিকার হয়েছে তার হাত থেকে যাতে মুক্তি পায়।