চলতি বিশ্বকাপে (World Cup 2023) পাঁচ ম্য়াচ খেলে, পাঁচ ম্য়াচই জিতেছে টিম ইন্ডিয়া। একেবারে ১০০ শতাংশ জয়ের রেকর্ড ধরে রেখেই রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোং, ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG,World Cup 2023) খেলতে নেমেছে লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে (Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium, Lucknow)।
এদিন রোহিত অধিনায়ক হিসেবে দেশের জার্সিতে ১০০ নম্বর ম্য়াচ খেলছেন। টস হেরে প্রথমে ব্য়াট করছে ভারত। রোহিত যেভাবে ব্রিটিশ বোলারদের শাসন করেছিলেন এদিন, মনে হচ্ছিল যে, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৩২ নম্বর সেঞ্চুরিটি চলে আসবে লখনউতেই। কিন্তু হল না। মাত্র ১৩ রানের জন্য রোহিতকে সেঞ্চুরি রেখে আসতে হল মাঠে। ১০১ বলে ৮৭ রান করে আউট হন তিনি। হিটম্যান ১০টি চার ও ৩টি ছয়ে নিজের ইনিংস সাজিয়ে ছিলেন। ব্য়াট করেছেন ৮৬.১৩-এর স্ট্রাইকরেটে।
এদিন রোহিত সেঞ্চুরি মাঠে রেখে এসেছেন ঠিকই। কিন্তু পঞ্চম ভারতীয় ব্য়াটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার রান পূর্ণ করেছেন। তিনি সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলিদের এলিট ক্লাবে নাম লিখিয়েছেন। আদিল রশিদকে চার হাঁকিয়েই ১৮ হাজারি হয়েছেন রোহিত। দেশের জার্সিতে ভারতের হয়ে ১৮ হাজার রান করেছেন সচিন (৬৬৪ ইনিংসে ৩৪,৩৫৭ রান), বিরাট (৫১৩* ইনিংসে ২৬,১২১ রান), রাহুল দ্রাবিড় (৫০৪ ইনিংসে ২৪,০৬৪ রান), সৌরভ গঙ্গোপাধ্য়ায় (৪২১ ইনিংসে ১৮, ৪৩৩ রান) রোহিত (৪৫৭ ইনিংসে ১৮ হাজার)।
এদিন টস জিতে জস বাটলার ব্য়াট করতে পাঠিয়েছেন ভারতকে। ব্য়াট করতে নেমেই ভারত রীতিমতো চাপে পড়ে গিয়েছে। ১২ ওভারের মধ্যে মাত্র ৪০ রান তুলতে গিয়েই চলে যায় তিন উইকেট। রোহিত ও শুভমন গিল ওপেন করতে নেমেছিলেন। ক্রিস ওকসের গুড লেন্থ বলে লাইন মিস করে শুভমন ক্লিন বোল্ড হয়ে যান। ১৩ বলে ৯ রান করে ফেরেন তিনি। রোহিতের সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ডে ২৬ রান যোগ করেছিলেন শুভমন। এবার তিনে নামেন বিরাট কোহলি নয় বল খেলে কোনও রান না করেই ফিরে যান তিনি। বিরাটের পর শ্রেয়সও ফিরে যান মাত্র চার রান করে। ওকসের শিকার হন তিনি। এরপর রোহিত ও রাহুল ডিজাস্টার ম্য়ানেজমেন্টের কাজ করেন। ১১১ বলে ৯১ রান যোগ করেন তাঁরা। ৫৮ বলে ৩৯ করে আউট হন রাহুল। সেই উইলিই ফেরান রাহুলকে। এরপর রোহিত রশিদের বলে তুলে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে লিয়াম লিভিংস্টোনের হাতে বল তুলে দেন।