রাস্তার কুকুরের থেকেও বেশি ঘোরাঘুরি করছে ED! বিস্ফোরক গেহলট

রাজস্থানে (Rajasthan) ভোটের আগে তৎপর কেন্দ্রীয় এজেন্সি। বৃহস্পতিবার মরুরাজ্যের বহু কংগ্রেস নেতার বাড়িতেই তল্লাশি চালিয়েছে ইডি। খোদ মুখ্যমন্ত্রী অশোক গেহলটের (Ashok Gehlot) ছেলে বৈভবকে বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের মামলায় সমন পাঠানো হয়েছে। এই পরিস্থিতিতে বর্ষীয়ান কংগ্রেস নেতা বেনজির আক্রমণ করলেন ইডিকে। তাঁর মন্তব্য, ”এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রাস্তার কুকুরের চেয়ে বেশি ঘোরাফেরা করছে ইডি।”

জয়পুরে এক সাংবাদিক সম্মেলনে এদিন হাজির ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। সেখানে তাঁকে এভাবে আক্রমণ করতে দেখা গেল। তিনি আরও বলেন, ”এদেশে কুকুরদের থেকেও বেশি সক্রিয় ইডি। আমি ইডি ও সিবিআইয়ের থেকে সময় চেয়েছিলাম। কিন্তু এখন এটা একটা রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে। মোদিজি বোধহয় বুঝতে পেরেছেন ওঁর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। উনি তাই এখন ‘গ্যারান্টি মডেল’ হয়ে উঠেছেন।”

গতকালও ইডির তৎপরতা নিয়ে এক্স হ্যান্ডেলে কটাক্ষ করেছিলেন গেহলট। তিনি লেখেন, ‘আমি যা বলে আসছিলাম আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন। রাজস্থানে রোজ রোজ ইডির রেড এইজন্যে হয়, যেহেতু বিজেপি চায় না রাজ্যের মহিলা, কৃষক এবং দরিদ্ররা কংগ্রেসের দেওয়া গ্যারান্টির সুবিধা পান।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.