এবার থেকে অনলাইনে টিকিট কাটলে ৫০ শতাংশ পর্যন্ত সার্ভিস চার্জ ছাড় হতে পারে যাত্রীদের। রেল সূত্রে খবর, অনলাইনে ইউপিআই-এর মাধ্যমে টিকিট কাটলে আইআরসিটিসির সার্ভিস চার্জ ৫০ শতাংশ ছাড় মিলবে। নতুন নিয়ম অনুযায়ী, ইউপিআই ব্যবহারকারীদের সার্ভিস চার্জ ৩০ টাকা হলে দিতে হবে ২০ টাকা। আবার স্লিপার ক্লাসের ক্ষেত্রে সার্ভিস চার্জ ২০ টাকা হলে দিতে হবে ১০ টাকা।
যাত্রীদের এই সুবিধা দেওয়ার জন্য আইআরসিটিসি নিজেদের অ্যাপ ও ওয়েবসাইট আপডেট করছে। এই মাসের শেষের দিকে এই সুবিধা পেতে পারেন যাত্রীরা। ওয়েবসাইট আপডেট হওয়া পর্যন্ত এক হাজার ইউপিআই ব্যবহারকারীরা প্রতিদিন ৫০০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন। তবে এক হাজার ব্যবহারকারীকে লাকি ড্র-এর মাধ্যমে নির্বাচন করা হবে। প্রতিদিন রেলের ৯ লক্ষ টিকিট অনলাইনে বিক্রি হয়। এর মধ্যে ১ লক্ষ যাত্রী ইউপিআই ব্যবহার করেন। আইআরসিটিসি প্রতিটি বুকিংয়ে সার্ভিস চার্জ নেয়। এবার থেকে সার্ভিস চার্জ থেকে কিছুটা মুক্ত হতে পারে যাত্রীরা।
আইআরসিটিসি এর নিয়ম অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে ট্রেনের টিকিটের ওপর সার্ভিস চার্জ বসানো হয়। বর্তমানে নন এসি টিকিটের ওপর ১৫ টাকা এবং এসি টিকিটের ওপর ৩০ টাকা সার্ভিস চার্জ নেওয়া হয়। এর ওপর আলাদাভাবে থাকে জিএসটি। ৩ বছর আগে আইআরসিটিসি মাধ্যমে টিকিট কাটলে সার্ভিস চার্জ নেওয়া হত না। কারণ ডিজিটাল পেমেন্ট বাড়ানোর জন্যই এই পদক্ষেপ নিয়েছিল সরকার।