রুংডুং সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ল ১৬ চাকার ট্রাক। দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালক-সহ খালাসি। মংপং পুলিস ফাঁড়ির অন্তর্গত এলাকায় গত রাতে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে মালবাজারের দিক থেকে এই ১৬ চাকার ট্রাকটি আসছিল। সব্জি বোঝাই করে ট্রাকটি শিলিগুড়ির দিকে যাচ্ছিল। মাল ব্লকের এলেনবাড়ি চা-বাগান পার করে রাস্তার একটি বাঁকে এসে রুংডুং সেতুর উপর উঠতে হয়। ট্রাকটি সেতুতে ওঠার পরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর পার্শ্ববর্তী রেলিং ভেঙে নদীতে গিয়ে পড়ে। নদীতে তেমন জল না থাকায় বড়মাপের বিপদ ঘটেনি। তবে চালক এবং খালাসির আঘাত গুরুতর। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
কেন এমন দুর্ঘটনা ঘটল?
স্থানীয়দের বক্তব্য, হয় চালক ঘুমিয়ে পড়েছিলেন, নয়তো নেশাগ্রস্ত ছিলেন।
আজ, বুধবার সকাল থেকেই প্রশাসনের উদ্যোগে ট্রাকটি জাতীয় সড়কে তোলার কাজ শুরু হয়েছে। মংপং পুলিস দুর্ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছে।