ছট পুজোয় রবীন্দ্র সরোবরের দূষণের দায় বিজেপির ওপর চাপাতে প্রচার তৃণমূলের

ছট পুজোয় রবীন্দ্র সরোবরে (Rabindra Sadan) ঘটে যাওয়া ঘটনার দায় বিজেপি (BJP) তথা আরএসএসের (RSS) ওপর চাপাতে মরিয়া তৃণমূল (TMC) নেতৃত্ব। শনিবার ভোরে কলকাতার বসবাসকারী বিহার ও উত্তরপ্রদেশের বাসিন্দারা ছট পুজোর জন্য রবীন্দ্র সরোবরের গেট ভেঙে সেখানকার জলাশয় ব্যবহার করে ধর্মীয় রীতিনীতি পালন করেন। যা ‘গ্রীন ট্রাইব্যুনালে’র নির্দেশ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এমন ধর্মীয় রীতি পালনে রবীন্দ্রসরোবরে জলাশয়ে ব্যাপক দূষণ ছড়িয়েছে বলেও প্রকাশ্যে অভিযোগ ওঠে। তারপর প্রশ্ন ওঠে রাজ্য সরকার কি পরিবেশ রক্ষায় আদৌ আন্তরিক? এমন প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘটনার যাবতীয় দায় ঝেড়ে জানিয়ে দেন, “মানুষ না জেনে-বুঝে অন্যত্র চলে গেলে কি পুলিশ দিয়ে লাঠি পেটা করব, নাকি গুলি করে মারব? ও সব পারব না। তার চেয়ে ভাল আমাকে গ্রেফতার করে রাখুন।’’

রাজ্য সরকারের ওপর চাপ বাড়তেই সক্রিয় হয় তৃণমূল আইটি সেল। শুরু হয় সোশ্যাল মিডিয়ায় বিজেপি আরএসএসকে লক্ষ্য করে প্রচার। ঘটনার দায় তাদের উপর চাপিয়ে চলে অভিযোগ-পাল্টা অভিযোগ। সেইসব প্রচারে বলা হচ্ছে রাজ্য সরকারের ভাবমূর্তি জনসমক্ষে নষ্ট করতেই বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যরা ইচ্ছাকৃতভাবে রবীন্দ্র সরোবরে এই ঘটনা ঘটিয়েছে। যদিও সোশ্যাল মিডিয়ার কোনও অভিযোগই করা হয়নি তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল সোশ্যাল মিডিয়ায় পক্ষ থেকে। সমস্ত অভিযোগ করা হয়েছিল তৃণমূল কংগ্রেস সমর্থিতদের পক্ষ থেকে। ঘুরপথে ওই সমস্ত মিডিয়ার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের পক্ষে ময়দানে নামেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার সকালে টুইটে তিনি লেখেন, “ধর্ম যার যার হলেও উৎসব সকলের। কিন্তু উৎসবের নামে হুজ্জুতি ও নৈরাজ্য করলে তা ধর্মকে ম্লান করে দেয়, এটাও ভুলে যাবেন না।”

নীল রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.