লজ্জার হার। এতদিন পাকিস্তানের বিরুদ্ধে ৭ একদিনের ম্যাচে একটিতেও জিততে পারেনি আফগানিস্তান। এবার কি কাউন্টডাউন শুরু! বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের তাবড় বোলারদের হামলা সামলে ৮ উইকেটে সাহিন আফ্রিদিদের হারাল আফগানিস্তান। বিরাট এই জয়ে তালিবান মুলুকে এখন অকাল দেওয়ালি।
বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়ার পর এভার পড়শি আফগানিস্তানের কাছেও হারল পাকিস্তান। সোমবার প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান আফগানদের সামনে ২৮৩ রানের লক্ষ্যমাত্র দাঁড় করিয়ে দেয়। আফগানিস্তানের মতো দেশের কাছে ওই টার্গেট যথেষ্টই চ্যালেঞ্জিং ছিল। প্রথম দশ ওভারে পাকিস্তান তোলে ৫৬ রান। কিন্তু এগারো ওভারেই পাক শিবিরে আঘাত হানেন আফগান ব্রিগেডের কনিষ্ঠতম সদস্য নুর আহমদ। তবে দলকে আস্থা যোগাতে থাকেন বাবর আজম। ৫৮ রান করে আউট হয়ে যান আবদুল্লা শরিফ। দলের বার এসে পড়ে বাবরের কাঁধে।
Here is what you all have been waiting for; Enjoy the winning celebrations and an outstanding @RashidKhan_19 dance! #AfghanAtalan | #CWC23 | #AFGvPAK | #WarzaMaidanGata pic.twitter.com/Tb6KVbLlji
— Afghanistan Cricket Board (@ACBofficials) October 23, 2023
আবদুল্লা আউট হয়ে যাওয়ার পর কার্যত কিছুটা কুঁকড়ে যায় পাকিস্তান। ধস আটকাতে গিয়ে দলের রানের গতি কমে যায় পাকিস্তানের। বাবর আজম আউট হন ৭৪ রানে। পাকিস্তানের স্কোর সেইসময় ৫ উইকেটে ২০৬। এরপর কিছুটা রানের গতি বাড়ায় পাকিস্তান। ষষ্ঠ উইকেটে শাদাব খান ও ইফতিকার আহমেদ যোগ করেন ৭৩ রান। তাদের জন্যই ২৮০ রানের গন্ডি পার করে পাকিস্তান।
পাকিস্তানের ওই রান তাড়া করতে গিয়ে একবারও নার্ভাস দেখায়নি আফগানদের। যদিও গুরবাজ, রহমত, ইব্রাহিম জারদানদের ক্যাচ ফেলে পাকিস্তান। প্রথম থেকেই ইব্রাহিম ও গুরবাজ চালিয়ে খেলা শুরু করেন। ২১.১ ওভারে তারা আফগানিস্তানের খাতায় যোগ করেন ১৩০ রান। ৬৫ রান করে আউট হয়ে যান গুরবাজ। ৩৩.৩ ওভারে হাসান আলির বলে আউট হয়ে যান জারদান। সেইসময় তাঁর স্কোরবোর্ডে ৮৭ রান। শেষপর্যন্ত আফগানিস্তানকে ধরে রাখেন হাশমতউল্লাহ ও রহমত। ৮৪ বলে ৭৭ রান করেন রহমত। হাসমতউল্লাহ করেন ৪৮ রান। শেষপর্যন্ত ৪৯ ওভারেই ২৮২ রানের গন্ডি পার করে যায় আফগানিস্তান।