24 October 2023, 12:00 PM
প্রতিমা নিরঞ্জনের সময় হড়পা বানে মাল নদীঘাটে ৮ জনের মৃত্যু। এবার তাই বিসর্জন ঘিরে কড়াকড়ি প্রশাসনের। দশমীর সন্ধ্যায় মাল নদীর নিরঞ্জন ঘাটে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিমার নিরঞ্জন করা হয়। কিন্তু গত বছর দশমীর রাতে দুর্ঘটনার কথা মাথায় রেখে প্রশাসন এবার বাড়তি সতর্কতা অবলম্বন করছে। নিরঞ্জন ঘাটে প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে প্রতি বছর যে মেলা অনুষ্ঠিত হয়, সেই মেলা এবার ঘাট থেকে সরিয়ে এনে মালবাজার শহরের ফাঁকা জায়গায় হচ্ছে। মাল নদীর নিরঞ্জন ঘাটে সাধারণ নাগরিকরা কেউ-ই প্রবেশ করতে পারবে না। মাল নদীর ঘাটকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে।
24 October 2023, 10:30 AM
দুটি ঘটনায় পথ দুর্ঘটনায় মৃত্যু ৩ জনের। আহত প্রায় ১২। প্রথম দুর্ঘটনাটি ঘটে নদিয়ার ধানতলা থানার দত্তফুলিয়া গ্রাম পঞ্চায়েতের রানাঘাট-বগুলা রাজ্য সড়কের উপর মনাহাটি এলাকায়। দ্বিতীয়টি ঘটে ফুলিয়াতে।
24 October 2023, 10:30 AM
নবমীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু ২ যুবকের। দুজনেরই বাড়ি ময়নাগুড়ি টেকাটুলি এলাকায়। রাতে ২ যুবক একটি বাইকে করে বাতাবাড়ি থেকে লাটাগুড়ির দিকে যাচ্ছিল। সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে গাছে জোরে ধাক্কা মারে। ধাক্কায় ২ যুবক ছিটকে পড়ে। ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। অন্য যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকেও মৃত বলে ঘোষণা করে।
24 October 2023, 10:00 AM
কোচবিহারে বড়দেবীর বাড়িতে শুরু সিঁদুরখেলা। সিঁদুরখেলার পর বড়দেবীকে বের করে নিয়ে যাওয়া হবে লম্বা দিঘিতে। সেখানেই হবে বড়দেবীর বিসর্জন।
24 October 2023, 10:00 AM
আজ দশমী। দিকে দিকে চলছে দশমীর পুজো। পুজোর পরই শুরু হয়ে যাবে বরণ। উমার এবার কৈলাসে ফেরার পালা। সিঁদুরখেলায় মেতে উঠবে সবাই।