৩৯৯ রানের জবাবে ১৭০। আফগানিস্থানের পর এবার দক্ষিণ আফ্রিকার কাছে অসহায় আত্মসর্মপণ করল ইংল্য়ান্ড। ২২৯ রানে বিশাল ব্যবধানে হারল গতবারের চ্যাম্পিয়নরা।
বিশ্বকাপে ক্লাসেন ঝড়। ইংল্য়ান্ডকে চারশো রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। মাত্র ৬৭ বলেই সেঞ্চুরি করলেন হেনরিখ ক্লাসেন। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক। কিন্তু সেই সিদ্ধান্তই কার্যত ব্যুমেরাং হয়ে গেল।
শুরুটা অবশ্য় ভালো হয়নি প্রোটিয়াদের। মাত্র ৪ রানেই প্যাভিলিয়েনে ফেরেন ওপেনার কুইন্টন ডি’কক। ইনিংসের হাল ধরেন রিজা হেন্ড্রিকস ও রাসি ভেন ডার ডুসেন। জুটি বেঁধে ১২১ রান তোলেন তাঁরা। শেষে সব হিসেব উলটপালট করে দেন হেনরিখ ক্লাসেন। পাঁচ নম্বর ব্য়াট করতে নেমেছিলেন তিনি। ইংরেজ বোলারদের রীতিমতো তুলোধনা করলেন তিনি।
মাত্র ৬৭ বলে ১০৯ রান করে যখন ক্লাসেন আউট হলেন, তখন দক্ষিণ আফ্রিকার স্কোর তখন প্রায় চারশোর কাছাকাছি। যোগ্য সঙ্গত দিলেন জ্যানসেনও। ৪২ বলে ৭৫ রান করে অপরাজিত ছিলেন তিনি। ৫০ ওভারে ৩৯৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা।
এদিকে বিশাল রান তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খায় ইংল্যান্ড। ৬৮ রানে পড়ে যায় ৬ উইকেট। রান পেলেন না জনি বেয়ারস্টো, দাউইদ মালান, জো রুট। মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফিরলেন বেন স্টোকস। মার্ক উড ও গাস অ্যাটকিনসন না থাকলে আরও বড় লজ্জার সামনে পড়ত ইংল্যান্ড। শেষ পর্যন্ত মাত্র ২২ ওভারে ৯ উইকেটে ১৭০ রান করে ইংল্যান্ড। চোট থাকায় নামেননি রিচি টপলে।