বছর ভর যারা প্ৰত্যন্ত গ্রামে থাকে সেই সব কচিকাঁচাদের মেদিনীপুর শহরে এনে ঠাকুর দেখানোর ব্যবস্থা করলো মেদিনীপুর শ্যাম সঙ্ঘ ভবন কর্তৃপক্ষ।
শুক্রবার মাণিক পাড়া ইন্দ্রাবনি নারী ও শিশু কল্যাণ সমিতির একশো জন শিশুকে মেদিনীপুর শহরে ঘুরিয়ে ঠাকুর দেখানো হয়।
শ্যাম সঙ্ঘ ভবনের সম্পাদক বিনীত আগরওয়াল জানান, তারা ওই শিশুদের হাতে নতুন পোশাক ও শীতের কম্বল তুলে দিয়েছেন এবং তাদের পেট পুরে খাইয়েছেন।
মেদিনীপুর শহরে শ্যামসঙ্গ ভবনের উদ্যোগে অনাথ শিশুদেরকে নিয়ে পূজা পরিক্রমা করানো হয়। মানিকপাড়া ইন্দ্রমণি নারী শিশু বিকাশ কেন্দ্রও এইসব শিশুদের নিয়ে মেদিনীপুর শহরের পূজা পরিক্রমা করেন। আজ তারা ওই শিশুদের নিয়ে মণ্ডপে মন্ডপে যাবেন বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।