জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শাহের পর এবার নাড্ডা। বাংলার শারদ উৎসবে সামিল হতে বঙ্গে ফের এক হেভিওয়েট সর্বভারতীয় বিজেপি নেতা।
2/8
ধুতি-পাঞ্জাবি দুর্গাপুজোয় নাড্ডা!
মহাসপ্তমীতে কলকাতায় এলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বিমানবন্দরে তাঁকে উত্তরীয় পরিয়ে, পুষ্পস্তবকে দিয়ে স্বাগত জানান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
3/8
ধুতি-পাঞ্জাবি দুর্গাপুজোয় নাড্ডা!
নাড্ডার হাতে দুর্গা প্রতিমার একটি ছবি তুলে দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বেশ কিছু পুজোর উদ্বোধন করেন নাড্ডা।
4/8
ধুতি-পাঞ্জাবি দুর্গাপুজোয় নাড্ডা!
হাওড়ার বেলিয়াস রোডের একটি পুজোর উদ্বোধন করেন। তারপর নিউ মার্কেট সার্বজনীন পুজোতেও অংশ নেন।
5/8
ধুতি-পাঞ্জাবি দুর্গাপুজোয় নাড্ডা!
এরপর পৌঁছন সন্তোষ মিত্র স্কয়্যারে। সজল ঘোষের পুজো সন্তোষ মিত্র স্কয়্যারের পুজো মণ্ডপ গড়ে উঠেছে রামমন্দিরের আদলে।
6/8
ধুতি-পাঞ্জাবি দুর্গাপুজোয় নাড্ডা!
সন্তোষ মিত্র স্কয়্যারে দাঁড়িয়ে নাড্ডা বলেন,’অযোধ্যার রামমন্দির উঠে এসেছে কলকাতায়।’
7/8
ধুতি-পাঞ্জাবি দুর্গাপুজোয় নাড্ডা!
একইসঙ্গে পরিবারবাদ ও দুর্নীতির প্রশ্ন তুলে তোপ দাগেন রাজ্যের তৃণমূল সরকারকে। নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে।
8/8