অযোধ্যার রায়দানের পর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এবার দলের মুসলিম নেতাদের নিয়ে কমিটি গড়ার সিদ্ধান্ত নিল বিজেপি।
উল্লেখ্য, খুব শীঘ্রই অযোধ্যা মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট। সংবেদনশীল এই মামলার রায় প্রকাশ্যে আসার পর যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় তার খেয়াল রাখতেই দলের মুসলিম নেতাদের নিয়ে কমিটি গড়ার সিদ্ধান্ত নিল গেরুয়া শিবির। দলের শীর্ষ নেতৃত্বের এক বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে, বৈঠকে আরএসএস প্রধান মোহন ভাগবত, বিজেপির তরফে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ অন্য নেতারা ছিলেন।
সিদ্ধান্ত হয়েছে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ নামক সংগঠন গড়া হবে বিজেপি-র মুসলিম নেতাদের নিয়ে। এই মঞ্চ সমাজের বিভিন্ন স্তরে গিয়ে ধর্মীয় সম্প্রীতির বার্তা দেবে। পাশাপাশি অযোধ্যা মামলার রায়ের জেরে যাতে পরিস্থিতি অশান্ত না হয় তাও নজরে রাখবেন সদস্যরা। মঞ্চের অধীনে চারটি আলাদা কমিটিও থাকছে। যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করবে। সূত্রের খবর, পুরো বিষয়টি আরএসএস-এর মস্তিষ্কপ্রসূত।
মুসলিম নেতাদের নিয়ে মঞ্চ হলেও কমিটির শীর্ষে থাকছেন মোহন ভাগবত। থাকছেন মোদী সরকারের মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি, সৈয়দ শআহনাওয়াজ হুসেন, শাজিয়া ইলমি, বিজেপির জাতীয় সংখ্যালঘু সেলের প্রধান ওব্দুল রশিদ আনসারি, সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান সৈয়দ গাইরুল হায়াস রিজভিও।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর আরএসএসের তরফে দেশের জনতার কাছে শীর্ষ আদালতের রায়কে সম্মান জানানোর আহ্বান জানানো হয়েছিল।