বিশ্বের নানা প্রান্তে হঠাৎ করে যখন-তখন শুরু হয়ে যাচ্ছে যুদ্ধ ও অশান্তি। তাই শান্তির বার্তা দিতে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুর বাস স্ট্যান্ড সর্বজনীন দুর্গোৎসব কমিটির থিম বুদ্ধ। বুদ্ধদেবের বিভিন্ন ধ্যান ধারণা মূর্তির আকারে তুলে ধরা হয়েছে পুজো প্যান্ডেলে। সম্পূর্ণ প্যান্ডেলটি থার্মোকলের কারুকাজ দিয়ে সাজানো হয়েছে। তাদের পুজো এবার ৩০তম বর্ষে পদার্পণ করল। পুজোর পাশাপাশি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সেই সঙ্গে পরিবেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার সঙ্গে বিভিন্ন সচেতনতার বার্তাও দেওয়া হয় পুজো কমিটির পক্ষ থেকে।
অন্যদিকে আনন্দপুরে চারিদিকে যখন থিমের পুজোর ছড়াছড়ি, ঠিক সেই সময় সাবেকিয়ানায় মাতলো পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুর শাকরাপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি। তাদের পুজো এবছর ২০ তম বর্ষে পদার্পণ করল। গ্রামের মানুষ অত থিম বোঝেন না, তাই সাবেকিয়ানাকেই প্রাধান্য দিয়েই এগিয়ে চলেছেন তারা। প্যান্ডেল থেকে শুরু করে প্রতিমা সবেতেই সাবেকিয়ানা না ফুটিয়ে তোলা হয়েছে।