Virat Kohli | IND vs BAN: বিরাট কোহলি ‘স্বার্থপর’ ? ঝড় উঠেছে বাইশ গজে, বিস্ফোরক প্রাক্তন তারকা

বিশ্বকাপে (World Cup 2023) অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে রোহিতবাহিনী (Rohit Sharma and Co)। টানা চার ম্য়াচ জিতে ১০০ শতাংশ জয়ের রেকর্ড বজায় রাখল রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ভারত। অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তানের পর ভারত হারিয়ে সাত উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশকে (IND vs BAN | World Cup 2023)। এই ম্য়াচে ব্য়াটিং মায়েস্ত্রো বিরাট কোহলির (Virat Kohli) ব্য়াট থেকে এসেছে হিসেবি ঝকঝকে শতরান। 

বিরাটের আন্তর্জাতিক কেরিয়ারের ৪৮ নম্বর ওয়ানডে শতরান নিয়ে সোশ্যাল মিডিয়া দু’ভাগে বিভক্ত। কেউ বলছেন, বিরাট ঠিক করেছেন। কারোর মতে বিরাটের কাজ অত্য়ন্ত স্বার্থপরের মতো। বিরাট ঠিক কী করেছিলেন পুণেতে? বিরাট রান তাড়া করতে গিয়ে শেষ তিন ওভারে আটটি ডট বল খেলেছিলেন। ব্য়াটিং পার্টনার কেএল রাহুলের সঙ্গে আলোচনা করেই সিঙ্গল নেননি তিনি। শেষ ২০ বলে ৩০ রান করে বিরাট নিজের রান ৭০ থেকে ১০৩-এ নিয়ে যান।

https://platform.twitter.com/embed/Tweet.html?creatorScreenName=zee24ghanta&dnt=false&embedId=twitter-widget-1&features=eyJ0ZndfdGltZWxpbmVfbGlzdCI6eyJidWNrZXQiOltdLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2ZvbGxvd2VyX2NvdW50X3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9iYWNrZW5kIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19yZWZzcmNfc2Vzc2lvbiI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZm9zbnJfc29mdF9pbnRlcnZlbnRpb25zX2VuYWJsZWQiOnsiYnVja2V0Ijoib24iLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X21peGVkX21lZGlhXzE1ODk3Ijp7ImJ1Y2tldCI6InRyZWF0bWVudCIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZXhwZXJpbWVudHNfY29va2llX2V4cGlyYXRpb24iOnsiYnVja2V0IjoxMjA5NjAwLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3Nob3dfYmlyZHdhdGNoX3Bpdm90c19lbmFibGVkIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19kdXBsaWNhdGVfc2NyaWJlc190b19zZXR0aW5ncyI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdXNlX3Byb2ZpbGVfaW1hZ2Vfc2hhcGVfZW5hYmxlZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdmlkZW9faGxzX2R5bmFtaWNfbWFuaWZlc3RzXzE1MDgyIjp7ImJ1Y2tldCI6InRydWVfYml0cmF0ZSIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfbGVnYWN5X3RpbWVsaW5lX3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9mcm9udGVuZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9fQ%3D%3D&frame=false&hideCard=false&hideThread=false&id=1715046729635250249&lang=en&origin=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fsports%2Fkris-srikkanth-slams-critics-after-india-star-hits-48th-odi-hundred-in-world-cup-2023_492053.html&sessionId=28a16f9a3d1b6e73e2061a90ae5116b111df6b4b&siteScreenName=zee24ghanta&theme=light&widgetsVersion=01917f4d1d4cb%3A1696883169554&width=550px

https://platform.twitter.com/embed/Tweet.html?creatorScreenName=zee24ghanta&dnt=false&embedId=twitter-widget-2&features=eyJ0ZndfdGltZWxpbmVfbGlzdCI6eyJidWNrZXQiOltdLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2ZvbGxvd2VyX2NvdW50X3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9iYWNrZW5kIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19yZWZzcmNfc2Vzc2lvbiI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZm9zbnJfc29mdF9pbnRlcnZlbnRpb25zX2VuYWJsZWQiOnsiYnVja2V0Ijoib24iLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X21peGVkX21lZGlhXzE1ODk3Ijp7ImJ1Y2tldCI6InRyZWF0bWVudCIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZXhwZXJpbWVudHNfY29va2llX2V4cGlyYXRpb24iOnsiYnVja2V0IjoxMjA5NjAwLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3Nob3dfYmlyZHdhdGNoX3Bpdm90c19lbmFibGVkIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19kdXBsaWNhdGVfc2NyaWJlc190b19zZXR0aW5ncyI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdXNlX3Byb2ZpbGVfaW1hZ2Vfc2hhcGVfZW5hYmxlZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdmlkZW9faGxzX2R5bmFtaWNfbWFuaWZlc3RzXzE1MDgyIjp7ImJ1Y2tldCI6InRydWVfYml0cmF0ZSIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfbGVnYWN5X3RpbWVsaW5lX3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9mcm9udGVuZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9fQ%3D%3D&frame=false&hideCard=false&hideThread=false&id=1715054898939851147&lang=en&origin=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fsports%2Fkris-srikkanth-slams-critics-after-india-star-hits-48th-odi-hundred-in-world-cup-2023_492053.html&sessionId=28a16f9a3d1b6e73e2061a90ae5116b111df6b4b&siteScreenName=zee24ghanta&theme=light&widgetsVersion=01917f4d1d4cb%3A1696883169554&width=550px

বিরাটের সমালোচকদের একহাত নিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তিনি তাঁর এক্স অ্যাকাউন্টে (সাবেক ট্যুইটার) লেখেন, ‘কী ভুল করেছে বিরাট? যারা ক্রিকেট বোঝেন না, তাঁদের আমি প্রশ্ন করতে চাই। দেখুন বিশ্বকাপে সেঞ্চুরি করা বিরাট ব্য়াপার। কোহলি এই সেঞ্চুরির যোগ্য় এবং আরও অনেক কিছুর। কেএল রাহুলের মতো টিম ম্য়ানকে আমি কুর্নিশ জানাই। ও চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরির দাবিদার ছিল। আমি বলব যতক্ষণ পার, উপভোগ করে যাও।’  পুণেতে কোহলি সব ফরম্য়াট মিলিয়ে ৭৮ নম্বর শতরানের স্বাদ পেয়েছেন। ৯৭ বলে ১০৩ রানে অপরাজিত ছিলেন কিং। রাহুল ৩৪ বলে ৩৪ রানে ছিলেন ক্রিজে। আগামী ২২ অক্টোবর ভারতের পঞ্চম ম্যাচ। এবার প্রতিপক্ষ নিউজিল্য়ান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.