Durga Puja 2023 | Kolkata Metro: গতবারের ষষ্ঠীর ভিড় এবার তৃতীয়াতেই! রেকর্ড ৭ লাখেরও বেশি যাত্রী মেট্রোয়

অয়ন ঘোষাল: ফের একবার রেকর্ড করল কলকাতা মেট্রো। মেট্রোয় যাত্রীসংখ্যা পেরল ৭ লাখ।  

  

2/10

ভিড়ে ঠাসা মেট্রোয় রেকর্ড তৃতীয়াতেই!

Durga Puja 2023 Kolkata Metro record

মঙ্গলবার ছিল দুর্গাপুজোর তৃতীয়া। আর তৃতীয়াতেই রেকর্ড ভিড় কলকাতা মেট্রোর ব্লু লাইনে।   

 

3/10

ভিড়ে ঠাসা মেট্রোয় রেকর্ড তৃতীয়াতেই!

Durga Puja 2023 Kolkata Metro record

ব্লু লাইন মানে উত্তর-দক্ষিণ কলকাতা মেট্রো। এদিকে দক্ষিণেশ্বর থেকে ওদিকে কবি সুভাষ।  

  

4/10

ভিড়ে ঠাসা মেট্রোয় রেকর্ড তৃতীয়াতেই!

Durga Puja 2023 Kolkata Metro record

দুর্গাপুজোয় ঠাকুর দেখার ভিড়ে মেট্রো আবার একবার হয়ে উঠেছে মূল পরিবহন মাধ্যম।  

  

5/10

ভিড়ে ঠাসা মেট্রোয় রেকর্ড তৃতীয়াতেই!

Durga Puja 2023 Kolkata Metro record

রাস্তার যানজট এড়াতে সবারই প্রথম পছন্দ মেট্রো। মেট্রো রুটকে মাথায় রেখেই তৈরি হচ্ছে পুজো দেখার প্ল্যান।  

  

6/10

ভিড়ে ঠাসা মেট্রোয় রেকর্ড তৃতীয়াতেই!

Durga Puja 2023 Kolkata Metro record

কম সময়ে শহরের উত্তর থেকে দক্ষিণে পৌঁছে যাওয়ার সহজ মাধ্যম হচ্ছে মেট্রো। আর তাই ভিড় বাড়ছে মেট্রোয়।   

 

7/10

ভিড়ে ঠাসা মেট্রোয় রেকর্ড তৃতীয়াতেই!

Durga Puja 2023 Kolkata Metro record

মঙ্গলবার তৃতীয়ার দিন মেট্রোয় মোট যাত্রীসংখ্যা ছিল ৭ লাখ ৬ হাজার ৬৫৭ জন। সারা দিনে মোট ট্রেন চলে ২৮৮টি।   

  

8/10

ভিড়ে ঠাসা মেট্রোয় রেকর্ড তৃতীয়াতেই!

Durga Puja 2023 Kolkata Metro record

তৃতীয়ায় দমদমে সর্বোচ্চ যাত্রীসংখ্যা রেকর্ড হয়েছে ৭৫,৩৪০ জন, এসপ্ল্যানেডে ৫৪,৮২১ জন, রবীন্দ্রসদনে ৪৪,৫৪৫ জন, কালীঘাটে ৪৩,৮৭১ জন।  

  

9/10

ভিড়ে ঠাসা মেট্রোয় রেকর্ড তৃতীয়াতেই!

Durga Puja 2023 Kolkata Metro record

এর আগে শেষবার মেট্রোর যাত্রীসংখ্যা পেরিয়েছিল গত বছর ১ অক্টোবর, ষষ্ঠীতে। সেদিন মোট যাত্রী ছিল ৭ লাখ ২৪ হাজার ৯০০ জন।  

  

10/10

ভিড়ে ঠাসা মেট্রোয় রেকর্ড তৃতীয়াতেই!

Durga Puja 2023 Kolkata Metro record

ভিড় সামলাতে এবছরও সপ্তমী, অষ্টমী, নবমীতে সারা রাত চলবে উত্তর-দক্ষিণ মেট্রো। মধ্য রাত পর্যন্ত চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রোও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.