দুর্গাপুজোর মুখেই দ্বিতীয়ার সন্ধ্যায় নদী বাঁধে ধস নেমে জল ঢুকল গোসাবার গ্রামে। সোমবার সন্ধে সাতটা নাগাদ গোসাবার কালিদাসপুর মৌজায় কাপুরা নদীর বাঁধে প্রায় ১৫০ মিটার এলাকা জুড়ে ধস নামে। এরফলে নদীর নোনা জল ঢুকে পড়ে গ্রামে। অমাবস্যার কোটালে জল বাড়ার কারণেই বাঁধ ভেঙ্গে জল গ্রামের অভ্যন্তরে ঢুকেছে বলে দাবি স্থানীয়দের। ঘটনার সময় জোয়ার থাকার কারণে জল অনেকক্ষানি গ্রামের অভ্যন্তরে ঢুকে পড়ে।
ঘটনার খবর পেয়ে সোমবার রাতেই সেচ দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছোয়। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় জোর কদমে বাঁধ মেরামতি। এদিন বিকেল পর্যন্ত বাঁধ নতুন করে মেরামত করা হয়েছে। আপাতত নদীর জল ঐ ভাঙ্গন এলাকা দিয়ে আর গ্রামে ঢুকতে পারছে না বলেই জানিয়েছেন সেচ দফতরের আধিকারিকরা।
গোসাবার সেচ দফতরের আধিকারিক শুভদীপ দালাল বলেন, “আমাদের কর্মীরা দ্রুততার সাথে বাঁধ মেরামতি করে নদীর জল গ্রামে ঢোকা আটকাতে সক্ষম হয়েছেন।”
গোসাবার বিডিও বিশ্বনাথ চৌধুরী বলেন, “বাঁধ মেরামতি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”