উদ্বোধনে এসে হুঙ্কার অমিত শাহের দুর্গাপুজোর উদ্বোধনে এসে রাজনৈতিক কথা বলবো না বলেও ঘুরিয়ে রাজ্যে পরিবর্তনের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানিয়ে দিলেন বাংলায় বারবার আসবেন, রাজনীতি করবেন ও পরিবর্তনের জন্য সর্বশক্তি প্রয়োগ করবেন। সোমবার দ্বিতীয়ার দিন সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপূজোর উদ্বোধন করেন অমিত শাহ।
দুর্গাপুজোর উদ্বোধন করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার বিকেলে বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সোজা সন্তোষ মিত্র স্কোয়ার পুজোর উদ্বোধনের অনুষ্ঠানে পৌঁছান। এই দুর্গা পুজোর মন্ডপ সাজিয়ে তোলা হয়েছে অযোধ্যা মন্দিরের আদলে। উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দিরের এখোনো উদ্বোধন হয়নি। কিন্তু তার আগেই কলকাতার রাম মন্দিরের আদলে মন্ডপ উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমি আজ বাংলায় এসেছি শুধুমাত্র মা দুর্গার আশীর্বাদ নেবার জন্য। মন্ডপ শয্যা দেখে অভিভূত। কেন্দ্রীয় মন্ত্রী উদ্যোক্তাদের প্রশংসা করে বলেন, রাম মন্দির উদ্বোধনের আগে আজ উত্তর কলকাতার এই মন্ডপ গোটা বিশ্বের কাছে রাম জন্মভূমির বার্তা পৌঁছে দিচ্ছে।
শারদ আনন্দে মেতে উঠেছে বাংলা। আর সেই পুজো উদ্বোধন করে অমিত শাহ বলেন, এই নয়’দিন পশ্চিমবঙ্গের জন্য দীপাবলীর থেকেও বড় উৎসব। গোটা বাংলায় মণ্ডপে মন্ডপে দেবীর পূজা হয়, শক্তির আরাধনা হয়। তিনি বলেন, মায়ের কাছে দেশ তথা বাংলার জনতা সুখ শান্তি সমৃদ্ধির প্রার্থনা করব। একই সঙ্গে পরিবর্তনের ডাক দিয়ে তাঁর হুংকার, পশ্চিমবঙ্গে আসবো, রাজনীতি করবো, আর পরিবর্তনের জন্য সর্বশক্তি লাগিয়ে দেব। এই দুর্নীতি, অত্যাচার যাতে শীঘ্রই শেষ হয় তার জন্য প্রার্থনা করবো।”