আজ সকালে খড়্গপুরের বোগদা এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা প্রশ্নের উত্তর দেন তিনি।
আজ কলকাতায় ইজরায়েলের প্যালেস্টাইন যুদ্ধ নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরীর সংগঠন জামিয়াত উলেমা হিন্দ এর ইজরায়েল বিরোধী মিছিল নিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে, হামাস ইসরায়েলকে আক্রমণ করেছে। হামাস একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন। এটি অনেক দেশে নিষিদ্ধ। এমতাবস্থায় এদেশে কেউ হামসার পক্ষে মিছিল বের করলে জনগণ তাকে কখনোই ক্ষমা করবে না। তারা হাজার হাজার মানুষের রক্ত ঝরিয়েছে। আমাদের দেশ বরাবরই চরমপন্থার বিরুদ্ধে লড়াই করে আসছে। বিশ্বও সাথে আছে।
এরপর পিতৃপক্ষে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপুজোর উদ্বোধন করা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, পিতৃপক্ষে কোনো পবিত্র কাজ বা পুজো হয় না। যে দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে সেই দুর্গাপুজো দেবীপক্ষে হয়। পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধনের মানে কী? তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রীতিনীতি মানেন না, শুধু রাজনীতি করেন। প্যান্ডেলের কাজ এখনও শেষ হয়নি। প্রতিমা স্থাপন করা হয়নি। এরমধ্যে প্যান্ডেল উদ্বোধন হয়েছে, এটা কি ধরনের ঐতিহ্য? হিন্দু ধর্ম ও হিন্দু সমাজকে এভাবে কলঙ্কিত করার অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ দেয়নি। তিনি বলেন, কিছু লোক দ্রুত উত্তপ্ত হয়ে যায়, দলের দেখতে হবে এ ধরনের লোক কারা এবং কোথা থেকে এসেছে এবং দলের কর্মীদেরও বোঝা উচিত তাদের দলের শৃঙ্খলা মেনে চলা উচিত।