ইহুদিরা পৃথিবীতে সবচেয়ে বেশী ভালোবাসে আমাদের ভারতীয়দের l কারণ একমাত্র আমরা কোন দিন ওদের সঙ্গে লড়াই করিনি গত দুই হাজার বছর l পশ্চিমবঙ্গ পুনর্গঠনে আগামী দিনে ইসরায়েল থেকে ড্রিপ ইরিগেশন প্রযুক্তি এনে চাষীদের জীবন পাল্টাতে হবে l
সবুজ বিপ্লবের দশ বছর আগে পশ্চিমবঙ্গ তিনটি সেচ প্রকল্প শেষ করে l ময়ূরাক্ষী এবং দামোদর শেষ করে l বর্ধমান এবং হুগলীর চাষীরা তাই বাকী রাজ্যের চেয়ে অনেক বেড়ে যায় l পরে শেষ হয় কংসাবতী l কিন্তু আত্মঘাতী বাঙালী বর্ধমান এবং হুগলীকে কৃষি রপ্তানি ভান্ডার না বানিয়ে, কৃষক নেতা তৈরির কারখানা বানিয়ে তোলে l হরেকৃষ্ণ কোনার, বিনয় কোনারদের মত কুখ্যাত নেতারা ভূমিসংস্কার করে সর্বনাশ করে গ্রাম বাংলার l
আগামীদিনে ইসরায়েলের সাহায্য নিয়ে তিস্তা, সিদ্ধেশ্বরী-নুনবিল, দ্বারকেশ্বর-গন্ধেশ্বরী, সুবর্ণরেখা, ঘাটাল মাস্টারপ্ল্যান ইত্যাদি প্রকল্প ইসরায়েলের সাহায্য নিয়ে শেষ করে গ্রামীণ পশ্চিমবঙ্গকে কৃষি রপ্তানি কেন্দ্র বানাতে হবে l
চিনতে হবে আসল বন্ধু l যারা মানব সভ্যতার ইতিহাসে কোন উদ্ভাবন করে নি এবং ঐতিহাসিকভাবে আমাদের শত্রু ভাবে, তাঁদের বন্ধু ভাবার ভুল করবো? নাকি সেই জনগোষ্ঠীকে বন্ধু হিসেবে মেনে নেব, যারা উদ্ভাবনী শক্তির বলে পৃথিবীর সবচেয়ে বেশী নোবেল পেয়েছেন এবং আমাদের স্বাভাবিক বন্ধু ভাবে?
সুদীপ্ত গুহ