Rajasthan Assembly Election 2023: বদলে গেল রাজস্থান বিধানসভা ভোটের তারিখ, কারণ জানলে অবাক হবেন


গত ৯ নভেম্বর দেশের ৫ রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে কেন্দ্রীয়নির্বাচন কমিশন। সেই নির্ঘণ্ট অনুযায়ী রাজস্থান বিধানসভার ভোট হওয়ার কথা ছিল আগামী ২৩ নভেম্বর। কিন্তু দিন এবার পিছিয়ে দিল কমিশন। সাধারণভাবে ভোটের দিন এরকম পিছিয়ে যায় না। কিন্তু এবার অশোক গেহলটের রাজ্যে ভোট পিছিয়ে যাওয়ার কারণ জানলে অবাক হবেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আগামী ২৩ নভেম্বরের পরিবর্তে রাজস্থানে ভোট হবে ২৫ নভেম্বর। ভোট হবে একদফায়। ভোটের ফল প্রকাশ হবে ৩ ডিসেম্বর। কিন্তু এরকম ভোট পেছানোর কারণ কী? কমিশন সূত্রে খবর, ২৩ নভেম্বর বিয়ের লগ্ন পড়েছে। ফলে ওইদিন প্রচুর বিয়ে রয়েছে। তাছাড়াও রয়েছে সামাজিক কিছু অনুষ্ঠান।
কমিশনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রাজ্যের বহু সামাজিক সংগঠন, রাজনৈতিক দল এমনকি মিডিয়াও বিষয়টি সামনে এনেছে। তাদের সবার অনুরোধ ভোটের দিন বদল করা হোক। কারণ ওইদিন প্রচুর বিয়ের অনুষ্ঠান রয়েছে। পাশাপাশি বেশকিছু সামাজিক অনুষ্ঠান রয়েছে। ফলে এতে যাতায়াত-বিয়ের অনুষ্ঠান থাকায় বহু মানুষের সমস্যা হবে।’

রাজস্থান বিধানসভায় ২০০ আসন রয়েছে। চলতি বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ জানুয়ারি। ক্ষমতায় রয়েছে কংগ্রেসের অশোক গেহলট সরকার। গতবার ২০১৮ সালের ৭ ডিসেম্বর একদফায় ভোট হয়। একশো আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসে কংগ্রেস। বিজেপি জেতে ৭৩ আসনে। ২০১৩ সালে রাজ্স্থানে বিজেপি জিতেছিল ১৬৩ আসনে।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর নির্বাচনের ঘোষণা অনুযায়ী ৫ রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ছিল এরকম।

মিজোরাম- একদফায় ভোট ৭ নভেম্বর
ছত্তীসগড়- ২ দফায় ভোট ৭ ও ১৭ নভেম্বর
মধ্যপ্রদেশ- একদফায় ভোট ১৭ নভেম্বর
রাজস্থান- একদফায় ভোট ২৩ নভেম্বর
তেলঙ্গানা- একদফায় ভোট ৩০ নভেম্বর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.