দৃঢ়ভাবে ইজরায়েলের পাশে রয়েছে ভারত, ফোন করতেই নেতানিয়াহুকে জানিয়ে দিলেন মোদী

 দেশে যুদ্ধের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন ইজরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার একথা এক্স হ্যান্ডেলে জানান মোদী। একই সঙ্গে মোদী সেখানে স্পষ্ট করে দেন এই যুদ্ধে ভারত ইজরায়েলের পক্ষে রয়েছে।

এক্স হ্যান্ডেলে মোদী লিখেছেন, “ইজরাইলের প্রধানমন্ত্রী আমাকে ফোন করে সেখানকার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন।” একই সঙ্গে তিনি লিখেছেন, পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়েছি। একই সঙ্গে জানিয়েছি এই কঠিন সময় ভারতবাসী দৃঢ়ভাবে ইজরাইলের পাশে রয়েছে। ভারত ব্যর্থহীন ভাষায় সমস্ত ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করছে।”

২০১৭ সালে ইজরায়েল সফরের সময় থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নেতানিয়াহুর সম্পর্ক অত্যন্ত দৃঢ় হয়েছে। মোদী ইজরায়েলের প্রধানমন্ত্রীকে দোস্ত বলেও সম্বোধন করেছেন। নেতানিয়াহুকে বিপ্লবী নেতাও বলেছেন। ২০১৮ সালে নেতানিয়াহুর ভারত সফরের সময় যৌথ বিবৃতিতে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের অঙ্গীকার করেছিল ভারত ইজরায়েল।

শনিবার রকেট হামলার পরই তাৎপর্যপূর্ণভাবে নয়া দিল্লি দীর্ঘদিনের কূটনৈতিক ভারসাম্য নীতি থেকে সরে এসে প্রকাশ্যে ইজরাইলের প্রতি সমর্থন জানিয়েছে। রাজনৈতিক মহলে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মোদীর বন্ধু হিসেবে পরিচিত ইজরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা ভূ-খণ্ডে সর্বাত্মক সেনা অভিযান ঘোষণা করেই প্যালেস্তানীয়দের ওই এলাকা ছাড়ার হুমকি দিয়েছেন। তারপরেই মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, ইজরায়েলের উপর জঙ্গি আক্রমণ হওয়ার সংবাদ পেয়ে আমি বিস্মিত। নিরীহদের প্রাণ গিয়েছে। তাদের পরিবারের জন্য আমাদের প্রার্থনা রইলো। এই কঠিন সময় আমরা ইজরায়েলের পাশে রয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.