ফরাসী সাংবাদিক ফ্র্যাঙ্কোইস গ্যাটিওর ভারতের হিন্দুদের নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তাঁর কথায়, বিশ্বের সর্বত্র হিন্দু ধর্মের উপর হামলা হচ্ছে। এর বিরুদ্ধে হিন্দুদের লড়াই করা উচিত। হিন্দুরা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ কিন্তু ভারত সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও তাদের সংখ্যা লঘুর মতো মানসিকতা রয়েছে। তাদের মধ্যে ভাতৃত্বের অভাব রয়েছে।
গ্যাটিওর মহারাষ্ট্রের পুনেতে তার দ্বারা প্রতিষ্ঠিত ছত্রপতি শিবাজী মহারাজ মিউজিয়াম অফ ইন্ডিয়ান হিস্ট্রির জন্য তহবিল সংগ্রহ করতে আমেরিকায় গিয়েছেন। সে দেশের রাজধানীতে আর্ট অফ লিভিং আয়োজিত বিশ্ব সংস্কৃতি উৎসব ২০২৩- এ যোগ দিয়েছেন তিনি। সেখানেই হিন্দুদের বিষয়টি তিনি উল্লেখ করেন। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইতিহাস আমাদের শিখিয়েছে হিন্দুদের লড়াই করা উচিত। পাকিস্তান বা আফগানিস্তান সর্বত্রই হিন্দু ধর্মের উপর আক্রমণ চলছে। ধর্মান্তরিত করার ঘটনা এখন ভারতে বিশেষ করে দক্ষিণ ভারতে ও পাঞ্জাবের একটি বড় সমস্যা। তাঁর দাবি, ভারতের পাশ্চাত্যকরণ যা হচ্ছে টেলিভিশনের মাধ্যমে।
তিনি জানান, বেশিরভাগ পশ্চিমী মতাদর্শী ভারতবিদদের হিন্দুদের প্রতি বিরূপ মনোভাব আছে। তিনি বলেন, এরা এমন লোক যারা বলে থাকেন যে হিন্দু মৌলবাদ ইসলামিক মৌলবাদের মতোই বিপদজনক। কিন্তু সেটা মোটেও সত্য নয়। হিন্দু ধর্ম বিশ্ব জয় করতে কখনোই ভারতের বাইরে যায়নি। অথচ দক্ষিণ আমেরিকায় খ্রিস্টান ধর্ম অন্য সভ্যতাগুলিকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। ইসলাম ধর্ম মিশরীয় সভ্যতাকে নিশ্চিহ্ন করেছিল।
ফরাসী সাংবাদিক আরো বলেছেন, হিন্দু ধর্ম কখনোই নিজেকে কারোর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেনি। আসলে আজও হিন্দুরা কখনো বলে না যে তুমি ধর্মান্তরিত হও বা আমি তোমাকে ধর্মান্তরিত করতে মিশনারিতে পাঠাবো। গত কয়েক দশক ধরে ভারতে বসবাস করছেন গ্যাটিওর। তিনি পুনেতে একটি মিউজিয়ামও প্রতিষ্ঠা করেছেন।