৫ নভেম্বর থেকে ৪দিন ব্যাপি এই কর্মযজ্ঞে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিজ্ঞান প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট কর্তা-ব্যক্তিরা কলকাতায় পৌঁছতে শুরু করেছেন। নিউটাউন বিশ্ব বাংলা কনক্লেভ প্রেক্ষাগৃহে এই বিজ্ঞান উৎসবের শুভারম্ভ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সায়েন্স সিটি, এস আর এফ টি আই, কালটিভেশন অফ সায়েন্স সহ ৬টি স্থানে উৎসব মঞ্চ তৈরি করা হয়েছে। বিজ্ঞান উৎসবের অন্যতম আকর্ষণ হল ডি আর ডি ও’র দেশীয় প্রযুক্তিতে তৈরি সমরাস্ত্রের প্রদর্শনী। ৩ নভেম্বর বালাশোর থেকে একটি অর্জুন আর্টিলারি ট্যাংক সায়েন্স সিটি প্রাঙ্গনে এসে পৌঁছেছে। কোনা এক্সপ্রেস ছাড়িয়ে সাঁতরাগাছি পৌঁছতেই অর্জুন’কে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। ফুল, মালা দিয়ে ট্যাংক’কে পুজো করতে দেখা যায় সাধারণ মানুষকে। জওয়ানদের ঘিরে ছবি তুলেন উৎসাহিত জনতা। ট্যাঙ্কের গায়ে সিঁদুর চন্দনের টিপ লাগিয়ে হিন্দু রীতি মেনে উৎসাহিত জনতা পুজো করেন।
জানা গিয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র সায়েন্স সিটি প্রাঙ্গনে প্রদর্শনের জন্য ডিআরডিও’র ব্যবস্থা করছে। সাঁতরাগাছি থেকে সায়েন্স সিটি যাত্রা পথে অর্জুন ট্যাংক’কে ঘিরে পথচলতি মানুষের মধ্যে আগ্রহ ছিল চোখে পড়ার মত।