Israel-Palestine Conflict: ফের বড় যুদ্ধ? মাত্র ২০ মিনিটে ৫০০০-এরও বেশি রকেট হামলা! পাল্টা ইজরায়েলের…


ওদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে, তা নিয়েই ব্যতিব্যস্ত সারা বিশ্ব। এরই মধ্যে ফের ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধ-পরিস্থিতি। গাজা উপত্যকা থেকে আজ, শনিবার ইজরায়েলের দিকে একের পর এক রকেট ছোড়া হয়েছে। কমপক্ষে একজন ইজরায়েলি নিহত হয়েছেন, আহত ১৫ জন। এর পাল্টা জবাব দিতে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করে ইজরায়েলও। ইজরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় অন্তত দুটি বিমানহামলা চালিয়েছে বলে জানা গিয়েছে।
প্যালেস্টাইনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী ‘হামাস’ বলেছে, ইজরায়েলি দখলদারির বিরুদ্ধে নতুন অভিযানের অংশ হিসেবে রকেটগুলি ছুঁড়েছে তারা। জানা গিয়েছে, মাত্র প্রথম ২০ মিনিটের অভিযানে ৫০০০-এরও বেশি রকেট ছুড়েছে তারা! শুরুতে সকাল সাড়ে ছ’টার দিকে গাজার বেশ কিছু এলাকা থেকে রকেট ছোড়া হয়। তার পরই একনাগাড়ে রকেট ছোড়া শুরু হয়– সারা আকাশ রকেটে-রকটে ছেয়ে গিয়েছিল!
ইজরায়েলি সেনাবাহিনী দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলের এলাকাগুলিতেও সাইরেন বাজিয়ে স্থানীয়দের রকেট হামলার জন্য আগাম সতর্ক করে দেয়। বোমা থেকে বাঁচতে জনগণকে আশ্রয়কেন্দ্রগুলির কাছাকাছি থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রকেট হামলার সময় জেরুজালেমেও সাইরেন বাজানো হয়েছিল।
হামাস স্বীকার করেছে, তারাই রকেট ছুড়েছে। হামাস বলেছে– আমরা দখলদার ইজরায়েলের সব রকম অপরাধমূলক কর্মকাণ্ড অবসানের সিদ্ধান্ত নিয়েছি। আমরা অপারেশন আল আকসা ফ্লাড ঘোষণা করেছি। প্রথম ২০ মিনিটের অভিযানে ৫০০০-এরও বেশি রকেট ছুড়েছি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.