উপনির্বাচনে তিন প্রার্থীর নাম ঘোষণা বিজেপির

২৫ নভেম্বর রাজ্যের তিনটি কেন্দ্রে উপনির্বাচন৷ শনিবার ওই তিনটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল রাজ্য বিজেপি৷ নদিয়ার করিমপুর থেকে প্রার্থী হচ্ছেন জয়প্রকাশ মজুমদার, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নির্মল সরকার ও খড়গপুর সদর থেকে প্রেমচাঁদ ঝাঁ৷

দলীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ঘনিষ্ট প্রেমচাঁদ ঝাঁ৷ লোকসভা ভোটে দিলীপ ঘোষ যখন প্রার্থী হয়েছিলেন তখন তাঁর নির্বাচনী এজেন্ট ছিলেন প্রেমচাঁদ৷ এছাড়াও তিনি জেলার সহ সভাপতি৷

উল্লেখ্য, খড়গপুরের বিধায়ক ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। গত লোকসভা ভোটে মেদিনীপুরের সাংসদ হন বিজেপির রাজ্য সভাপতি। এরপর বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি। করিমপুরের বিধায়ক মহুয়া মিত্রও সাংসদ হয়েছেন। সে কারণে তিনিও বিধানসভা থেকে ইস্তফা দিয়েছেন। কালিয়াগঞ্জে আবার কংগ্রেসের বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে খালি হয় আসনটি। আগামী ২৫ নভেম্বর খড়গপুর, কালিয়াগঞ্জ ও করিমপুর বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ। ফলপ্রকাশ ২৮ নভেম্বর।

ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে খড়্গপুরে তাদের প্রার্থী পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার। করিমপুরে তৃণমূলপ্রার্থী শিক্ষক বির্মেলেন্দু সিং। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তপন দেব সিংহ প্রার্থী হয়েছেন কালিয়াগঞ্জে।

লোকসভা ভোটের আগে উপনির্বাচন থেকে জোট বেঁধেছে বাম-কংগ্রেস। দুটি আসন কংগ্রেসকে ছেড়ে দিয়েছে আলিমুদ্দিন। করিমপুরে তাদের প্রার্থী গোলাম রব্বি। কালিয়াগঞ্জে প্রার্থী হিসাবে ধীতশ্রী রায় ও খড়গপুরে চিত্তরঞ্জন মণ্ডলের নাম সুপারিশ করেছে প্রদেশ কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.