★★কলের গান নিয়ে এলেন এইচ বোস।
আর সৃষ্টি করলেন কত আশ্চর্যজনক জিনিস।
★তিনি হলেন ভারতীয় উপমহাদেশে এক প্রবাদপ্রতিম ব্যক্তি।
★★
★এইচ বোস অর্থাৎ হেমেন্দ্র মোহন বসু সৃষ্টি করলেন এ দেশে প্রথম কলের গান।
★রেকর্ড তৈরী করার কারখানা।
হ্যারিসন রোডে বাই সাইকেল, মোটরগাড়ির কারখানার ব্যবসা।
★তাঁর ফ্যাক্টরিতে সৃষ্টি হল প্রথম গানের রেকর্ড।
★১৯০২ সালে বিখ্যাত বাঙালি শিল্পী গহরজান তাঁর প্রথম গানের রেকর্ড করলেন এইচ বোসের সৃষ্টি রেকর্ডে।
★এইচ বোস তৈরী করলেন সেই মাথায় মাখা বিখ্যাত সুবাসিত তেল “কুন্তলীন “
আর সেই বিখ্যাত পারফিউম “দেলখোশ”।
★যে প্রডাক্টের বিজ্ঞাপণ লিখলেন স্বয়ং রবীন্দ্রনাথ। ভাবা যায়!
কবি লিখলেন..
কেশে মাখ ” কুন্তলীন”
রুমালেতে ” দেলখোস”
পানে খাও তাম্বুলীন
ধন্য হোক ” এইচ বোস।
দেশ জুড়ে সাড়া পড়ে গেল!
★ বাংলায় এইচ বোসই প্রথম রঙিন আলোকচিত্রের নির্মাণ করলেন।
★এইচ বোস বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ গল্পকে ১৮৯৬ সাল থেকে “কুন্তলীন” পুরস্কার দেওয়া চালু করলেন।
এটা বাংলা সাহিত্যে এক যুগান্তকারী ঘটনা।
★শরৎচন্দ্র তাঁর “মন্দির” গল্পের জন্য এই পুরস্কার পেলেন।
এইচ বোস কলকাতা মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে গিয়ে হয়ে গেলেন বিশাল কর্মকাণ্ডের এক মহানায়ক!
★ কথায় আছে না ভাগ্নারা মামাদের মত হয়?
★এইচ বোস হলেন সেই জগতবিখ্যাত বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর ভাগ্না।
★আর এইচ বোসের পুত্রেরাও ছিলেন সব জিনিয়াস।
★বিখ্যাত ক্রিকেটার একদা বাংলার অধিনায়ক কার্তিক বসু তাঁর পুত্র।
★ আর এক পুত্র হলেন “দাদাসাহেব ফালকে” পুরস্কারে সম্মানিত বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, ক্যামেরাম্যান, নীতিন বসু।
★সব বাপ কা বেটা!
★১৫০ বছর পেরিয়ে গেছে।
কিন্তু ক’জন আমরা মনে রেখেছি নবজাগরণের এই মহান মানুষটিকে?
গভীর শ্রদ্ধা রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.