পরেই নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় বলে তারা জানিয়েছে। সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিসের একটি যৌথ দল সোমবার সন্দেহজনক গতিবিধির তথ্য পাওয়ার পরে তার ভিত্তিতে কালাকোট এলাকায় ব্রোহ এবং সুম জঙ্গল ঘিরে এই অভিযান শুরু করেছে।
09:15 AM
গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরে বাঁকুড়া জেলার দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, দামোদর সহ সবকটি নদীতে বেড়েছে জলস্তর। ফলে নদীর উপরে থাকা একাধিক সেতু জলের তলায়। সমস্যায় এলাকার মানুষ। অন্যদিকে দামোদর নদীর জল বাড়ার ফলে সোনামুখী ব্লকের রাধামোহনপুরে নদীর বাঁধ ভেঙ্গে জল ঢুকতে শুরু করেছে গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় অতিরিক্ত পুলিস সুপার সহ পুলিসকর্মীরা। একদিকে নদীতে জলস্তর বৃদ্ধি অন্যদিকে নদীর বাঁধ ভেঙ্গে পড়ায় চিন্তায় পড়েছেন এলাকার মানুষ।
09:15 AM
সোমবার রাত এগারোটা নাগাদ বেলুড়ের হরেন মুখার্জি রোডে একটি অ্যালুমিনিয়াম সামগ্রী তৈরির কারখানার বিধ্বংসী আগুন লাগে। কারখানার মধ্যে থাকা দুটি বড় গোডাউনে থাকা প্রচুর এলুমনিয়াম শিট জ্বলে যায়। সারা কারখানায় আগুন ছড়িয়ে পরে।
09:15 AM
বারাসাত থানার ন-পাড়া এলাকায় বন্ধ ঘর থেকে বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে বারাসাত থানার পুলিস।
09:15 AM
দীঘা মোহনায় উঠলো বিশালাকার কই ভোলা মাছ। প্রায় ১১০ কেজি ওজন। সচারাচর এই মাছ দেখতে পাওয়া যায় না। অত্যন্ত গভীর সমুদ্রের মাছ। মাছটিকে দেখতে ভিড় জমিয়েছেন বহু মানুষ। পারাদ্বীপ থেকে এসেছে মাছটি। আড়তে তোলা হয়েছে মাছটিকে। মূল্য ২৫০০০ টাকা হলেও রফতানি করা হয় বিদেশে।