ভারতের স্বনামধন্য গায়িকা লতা মঙ্গেশকরকে তাঁর জন্মদিনে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “লতা দিদিকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করছি। ভারতীয় সঙ্গীতে তাঁর অবদান কয়েক দশক ধরে, একটি চিরস্থায়ী প্রভাব তৈরি করে। তাঁর প্রাণময় উপস্থাপনা গভীর আবেগ জাগিয়েছে এবং চিরকাল আমাদের সংস্কৃতিতে একটি বিশেষ স্থান ধরে রাখবে।”
প্রসঙ্গত, লতা মঙ্গেশকরের জন্ম ২৮ সেপ্টেম্বর ১৯২৯। তিনি এক হাজারেরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন। তাঁর গাওয়া মোট গানের সংখ্যা দশ হাজারেরও বেশি। এছাড়া ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ড তাঁরই। তিনি ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।