রীতিমত অনুষ্ঠান করে বেশ কয়েকজন যুবক-যুবতীর হাতে কেন্দ্রীয় সরকারের নিয়োগপত্র তুলে দেওয়া হলো মঙ্গলবার। খড়গপুর আইআইটিতে আয়োজিত রোজগার মেলায় ১৯৭ জনের হাতে, কেন্দ্র সরকারের অধীনস্থ বিভিন্ন বিভাগে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। যাদের মধ্যে ৬০ জনেরও বেশি মহিলা রয়েছে।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে রোজগার মেলার শুভ সূচনা করেন। দেশ জুড়ে ৪৬টি জায়গার সাথে খড়গপুর আইআইটিতেও রোজগার মেলা অনুষ্ঠিত হয়। খড়্গপুরে এই রোজগার মেলার শুভ সূচনা করেন ভারত সরকারের মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রকের মন্ত্রী প্রতিমা ভৌমিক, উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমরম, রাজ্য পোস্টমাস্টার জেনারেল শশীশালিনী কুজুর সহ অন্যরা।
ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে আয়োজিত এই রোজগার মেলায় অধিকাংশ ডাক বিভাগে নিয়োগপত্র দেওয়া হয়। নিয়োগপত্র তুলে দেন উপস্থিত বিশিষ্টজনরা।
প্রসঙ্গত রাজ্যজুড়ে সৃষ্টি হয়েছে চাকরির আকাল। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও মিলছে না সরকারি চাকরি। তাই কেন্দ্র সরকারের উদ্যোগে রোজগার মেলার মধ্য দিয়ে বিভিন্ন বিভাগে নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে। সেই মতো এদিন ১৯৭ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। বিভিন্ন বিভাগের চাকরি পেয়ে খুশি যুবক যুবতীরা।