আজ ২৬ শে সেপ্টেম্বর, বাংলার নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রামে তাঁর পৈত্রিক জন্ম ভিটেতে আজ দিনটি ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ শ্রদ্ধার সঙ্গে পালন করছে।
বিভিন্ন সংস্থা ও বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর জন্মস্থানে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। বিদ্যাসাগর মহাশয়ের আদর্শে ছাত্র ছাত্রীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে, তাঁর জন্মভিটাতে বিভিন্ন স্কুলের পক্ষ থেকে শিক্ষামূলক ভ্রমণেরও আয়োজন করা হয়েছিল। তবে বিদ্যাসাগর স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে, বাংলা ক্যালেন্ডার অনুসারে, ১২ই আশ্বিন দিনটিতেই বিদ্যাসাগর মহাশয়ের জন্ম দিবস হিসাবে পালন করা হবে।