এশিয়ান গেমসে এক ম্যাচেই তিনটি বিশ্বরেকর্ড ভেঙে দিল নেপাল। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড গড়লেন নেপালের ব্যাটার দীপেন্দ্র সিংহ ঐরি। ভেঙে ফেললেন ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিংহের রেকর্ড। একই ম্যাচে দ্রুততম শতরানের রেকর্ড গড়েছেন কুশল মল্ল। তিনি ভেঙেছেন রোহিত শর্মা ও ডেভিড মিলারের রেকর্ড। টি-টোয়েন্টিতে এক ইনিংসে ৩১৪ রান করেছে নেপাল। এটিও রেকর্ড। টি-টোয়েন্টিতে এর আগে কোনও ম্যাচে ৩০০ রান হয়নি।
এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট শুরু হয়েছে। সেখানেই মঙ্গোলিয়ার বিরুদ্ধে তিনটি বিশ্বরেকর্ড করেছে নেপাল। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩১৪ রান করেছে নেপাল। এর আগে টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড ছিল আফগানিস্তানের দখলে। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭৮ রান করেছিলেন রশিদ খানেরা। সেই রেকর্ড ভেঙে গিয়েছে।