বড় কিছু হবে, এখন যা দেখছি সেটা মেক আপ করা চেহারা। বৃষ্টি হলেই ধুয়ে যাবে। সোমবার সাংবাদিক বৈঠকে আবারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
একুশের নির্বাচনের আগের চিত্র আবার একটু একটু করে ফুটে উঠতে শুরু করেছে রাজ্যে। কারণ সামনেই লোকসভা নির্বাচন। রাজনৈতিক দলে গোষ্ঠী কোন্দলের চিত্র এখন প্রায় নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতি আবারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “অনেক বড় কিছু ঘটবে।” দলবদলের ইস্যুতে সুকান্ত বলেন, “যোগাযোগ তো অনেকেই করছেন। যারা এসেছিলেন ফেরত চলে গেছেন শুধু তারাই নয়, যোগাযোগ সবাই করছে। তৃণমূল কংগ্রেসে আর পরিবেশ ভালো নেই। পেন্ডুলাম একটু দুললেই অনেক বড় ভূমিকম্প হবে। অনেক বড় কিছু ঘটবে। এখন যা দেখছেন সেটা মেকআপ করা চেহারা। বৃষ্টি হলে সব ধুয়ে যাবে। আসলটা সামনে আসবে।”
বছর ঘুরলে লোকসভা ভোট। তার আগেই বড় সমীকরণের ইঙ্গিত দিয়েছে বিরোধীরা। আর বিরোধীদের তোপ দাগতে, “দিল্লিতে দোস্তি রাজ্যে কুস্তি”র মতো স্লোগান দিয়ে ময়দানে নেমেছে বিজেপিও। কার্যক্ষেত্রেও দেখা গেছে রাজ্যের বাইরে মমতা, অধীর, সীতারাম একসাথে বসে বৈঠক করলেও রাজ্যের বুকে তৃণমূলের বিরুদ্ধে একযোগে কংগ্রেস-সিপিএম কামান দাগতেই ব্যস্ত। এমনকি কখনো কখনো তাদের সুর মিলে যাচ্ছে বিজেপির সাথেও। এই পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন।