২০২২ সালে কেন্দ্র নিষিদ্ধ ঘোষণা করেছে মৌলবাদী সংগঠন পিএফআইকে, কিন্তু গোপনে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে সংগঠনটি বলে অভিযোগ উঠেছে আগেও। এবার কেরলের বাসিন্দা এক সেনা কর্মীর ওপরে হামলার ঘটনায় পিএফআই- এর নাম উঠে এসেছে।
অভিযোগ, দড়ি দিয়ে হাত-পা বাঁধা হয় ওই জওয়ানের। তার পিঠে ইংরেজিতে লিখে দেওয়া হয় পিএফআই। এই ঘটনায় নতুন করে নিষিদ্ধ পপুলার ফ্রন্টকে নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, কল্লাম জেলার কাদাক্কালে বাড়ি ওই সেনা কর্মীর।
রবিবার রাতে বাড়ির কাছেই রাবার গাছের বোনে চারজন যুবক চড়াও হয় সেনা কর্মী সাইন কুমারের ওপর। তার হাত বেঁধে দেয় তারা। জোর করে জাওয়ানের পিঠে ইংরেজিতে সবুজ কালিতে লিখে দেওয়া হয়
পিএফআই।
সেনা কর্মীর অভিযোগের ভিত্তিতে ওই হামলাকারী দুষ্কৃতিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে স্থানীয় পুলিশ। ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির সূত্রে খবর, নজরদারি এড়িয়ে সদস্য সংগ্রহের পদ্ধতি পাল্টে ফেলেছে পপুলার ফ্রন্ট। আগে মূলত নিজেদের শাখা সংগঠন ও মাদ্রাসাগুলি থেকে রিক্রুটমেন্ট হত। এবার সেটা না করে সাইবার স্পেসকে হাতিয়ার করেছে সংগঠনটি। এই কাজে সাইবার বিশেষজ্ঞদের নিযুক্ত করা হচ্ছে। নেট দুনিয়া সম্পর্কে ওয়াকিবহালদের একাংশকে হাতিয়ার করে লোকসভার আগে ময়দানে নামতে চলেছে পিএফআই বলে খবর।