খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরকে হত্যা নিয়ে কানাডা এবং ভারতের মধ্যে যে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে‚ তাতে আরো বেশী উত্তেজনা ছড়িয়েছে একটি ভিডিও! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে একজন ব্যক্তি কানাডায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) নিষিদ্ধ করার কথা বলছেন। দাবি করা হচ্ছে যে কানাডা সরকার দক্ষিনপন্থী সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

ভিডিওতে, লোকটিকে বলতে শোনা গেছে যে‚ ভারতে কানাডার রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা উচিৎ‚ কানাডায় ভারতীয় রাষ্ট্রদূতকে কানাডা থেকে বহিষ্কার করা উচিত, দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ করা উচিত এবং আরএসএসকে নিষিদ্ধ করা উচিত।

X (পূর্ববর্তী টুইটার) ব্যবহারকারী @B5001001101 নিম্নলিখিত ক্যাপশন সহ ভিডিওটি শেয়ার করেছেন, “কানাডায় আরএসএস নিষিদ্ধ। অপেক্ষা করছি ভক্তরা কখন বলে যে কানাডায় আরএসএস নিষেধাজ্ঞার পিছনে জর্জ সোরোস এবং কংগ্রেস রয়েছে।” (আর্কাইভ)

https://twitter.com/i/status/1704699345705296009

সন্দীপ সিং (@ActivistSandeep) নামে আরেকজন একটা ভিডিও শেয়ার করেছে এই ক্যাপশন সহ – “কানাডায় আরএসএস ব্যান। ২০২৪ এর ভোটের পর ভারতেও আরএসএসকে ব্যান করা হবে।”

যদিও পরে সে এই টুইট ডিলিট করে দেয়।

এছাড়াও ভারত আরএম (@bloggingpanda87), উজ্জ্বল লাটকার AAP
(@UjwalLatkar) এবং আশফাক হাসান (@BrigAshfaqHasan) – এরাও একইভাবে মিথ্যে টুইট করেছিল।

ফ্যাক্ট চেক –

ভিডিও থেকে একটি স্ক্রিনশট নিয়ে রিভার্স সার্চ করে দেখা গেছে যে‚ NCCMtv নামে একটি ইউটিউব চ্যানেল ২০শে সেপ্টেম্বরে “NCCM সিইও স্টিফেন ব্রাউন শিখদের হত্যার প্রতিক্রিয়ায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।” শিরোনামে একটি ভিডিও ছাড়ে।

ভিডিওটির ডেস্ক্রিপশনে বলা ছিলো‚ “আজ, NCCM এর সিইও স্টিফেন ব্রাউন মুখবীর সিং, কানাডার ওয়ার্ল্ড শিখ অর্গানাইজেশনের বোর্ড অফ ডিরেক্টরস-এর সাথে যোগ দিয়েছেন যাতে ভারত সরকারের এজেন্টদের দ্বারা হরদীপ সিং নিজ্জরকে হত্যার অভিযোগে আমাদের সরকারকে স্পষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।”

গুগল সার্চ করে দেখা গেছে যে‚ NCCM হল
ন্যাশনাল কাউন্সিল ফর কানাডিয়ান মুসলিম। তাদের অফিসিয়াল ওয়েবসাইট চেক করে দেখা গেছে যে‚ এটা একটা স্বাধীন‚ অরাজনৈতিক সংস্থা যা কানাডিয়ান মুসলিম সম্প্রদায়ের নিয়ে তৈরী”। কানাডা সরকারের সাথে এদের কোনো সম্পর্ক নেই। অতএব, এনসিসিএম কানাডিয়ান সরকারের সাথে যুক্ত রয়েছে এমন দাবি কখনোই সত্য নয়।

‘কানাডায় আরএসএস নিষেধাজ্ঞা’ শব্দটি দিয়ে Google-এ সার্চ করলেও কোনো কানাডিয়ান মিডিয়া আউটলেট থেকে কোনো সংবাদ আপডেট বা কোনো সরকারি ওয়েবসাইটে এমন কোনো ঘোষণা খুঁজে পাওয়া যাচ্ছেনা। কানাডা সরকারের বিভাগ
গ্লোবাল অ্যাফেয়ার্স, কানাডা, যা কানাডার কূটনৈতিক এবং কনস্যুলার সম্পর্ক পরিচালনা করে, তার ওয়েবসাইটেও আরএসএস-এর ওপর নিষেধাজ্ঞার কোনো উল্লেখ পাওয়া যায়নি।

যদিও স্টিফেন ব্রাউন এবং মুখবীর সিংয়ের যৌথ সংবাদ সম্মেলনে আল জাজিরার একটি প্রতিবেদন পাওয়া যেতে পারে। সেই প্রতিবেদনে বলা হয়েছে যে “কানাডার শিখ ও মুসলিম নেতারা তাদের সম্প্রদায়ের বিরুদ্ধে সম্ভাব্য হুমকি প্রতিরোধে সরকারকে আরও কিছু করার আহ্বান জানিয়েছে।” কিন্তু আরএসএস নিয়ে কিছুই বলা নেই। কানাডার রাষ্ট্রীয়ভাবে তো অবশ্যই না।

সুতরাং, এটা স্পষ্ট যে ভাইরাল ভিডিওতে যাকে দেখা যাচ্ছে‚ ন্যাশনাল কাউন্সিল ফর কানাডিয়ান মুসলিমদের সিইও আরএসএস নিয়ে কিছু দাবি করছেন‚ তিনি কোনোভাবেই কানাডা সরকারের সঙ্গে যুক্ত নন। কানাডা সরকার আরএসএসকে নিষিদ্ধ করেছে এমন দাবি সম্পূর্ণভাবে মিথ্যা।

মূল অনুসন্ধান – শ্রেয়তমা দত্ত
ভাবানুবাদ – সৌভিক দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.