তিনদিনের বিদেশ সফরে আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এশিয়ান-ইন্ডিয়া, ইস্ট এশিয়া সহ বেশ কিছু বিজনেস সামিটে যোগ দেবেন। বিদেশমন্ত্রক সূত্রে খবর, সফরের প্রথমদিন থাইল্যান্ডে প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী মোদী। এরপর গুরু নানকের ৫৫০ তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেবেন।
বিদেশমন্ত্রক থেকে জানানো হয়েছে, রবিবার মোদী এশিয়ান-ইন্ডিয়া সামিটে যোগ দেবেন। ওই অনুষ্ঠানে মোদীর সঙ্গে থাকবেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রযুত চান-ঔ-চা। মোদীর এই সফরের প্রধান উদ্দেশ্য হল, ভারত ও এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করা। এই সফরে থাইল্যান্ডের সঙ্গে কিছু দ্বিপাক্ষিক চুক্তিও হবে। এশিয়ান দেশগুলোর ছাত্রছাত্রীদের জন্য ভারতের আইআইটি-র মতো জায়গায় ১ হাজার পিএইচডি স্কলারশিপ দেওয়া হবে।