অনুপ্রবেশকারীদের তালিকা তৈরি করছে বাংলাদেশ সরকার

ভারতে যখন NRC নিয়ে তোলপাড়, তখন বাংলাদেশেও তৈরি হচ্ছে অনুপ্রবেশকারীদের তালিকা৷ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের৷

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির দলীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা ছিল৷ সেই বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, দলের বিভিন্ন পর্যায়ের কমিটি তৈরি হচ্ছে৷ ওই কমিটেতে যাতে কোনও বিতর্কিত ব্যক্তির নাম রাখা হবে না৷ তার জন্য অনুপ্রবেশকারীদের একটি তালিকা করা হচ্ছে।

সূত্রের খবর, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজস্ব কিছু লোক এবং গোয়েন্দা সংস্থা দিয়ে খোঁজ নিয়ে একটি তালিকা করেছেন৷ সেই তালিকা সব পার্টি অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ ওই তালিকায় থাকা বিতর্কিত ও অনুপ্রবেশকারীরা কাউন্সিলে যাতে কোনও ধরনের জায়গা না পায়৷ এই তালিকা কেন্দ্র থেকে শুরু করে জেলার নেতাদের কাছে পাঠানো হচ্ছে।

ওবায়দুল কাদের আরও জানান, সারাদেশে আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন চলছে।

আগামী ২০-২১ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কমিটির সম্মেলন হবে৷ তার আগেই আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ এবং শ্রমিক লীগসহ জেলা উপজেলা-থানা এবং ওয়ার্ডে মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলনের প্রস্তুতি চলছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.